সিরাজগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যদের সংবর্ধনা প্রদান
সিরাজগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যদের দায়িত্ব গ্রহণ ও ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা করা হয়েছে। সিরাজগঞ্জ জেলা পরিষদের আয়োজনে সোমবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে প্রথমে সিরাজগঞ্জ জেলা পরিষদ সভা কক্ষে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং বক্তব্যে রাখেন নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান সাবেক মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আব্দুল লতিফ বিশ্বাস। বক্তব্যে রাখেন, জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা মোছাঃ কামরুন্নাহার এবং কর্মকর্তা মুকুল হোসেন, কে,এম সেলিনা পারভীন, সুরজিৎ মজুমদার ও আব্দুল মান্নান সহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে দুপুর সোয়া বারোটার দিকে জেলা পরিষদ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, জেলা পরিষদ চেয়ারম্যান সাবেক মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আব্দুল লতিফ বিশ্বাস। এতে সন্মানিত অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডঃ কে,এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ তালুকদার, সাবেক সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আবু ইউসুফ সূর্য, আলহাজ্ব মোঃ ইসহাক আলী, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংরক্ষিত নারী আসনের সংসদ সেলিনা বেগম স্বপ্না, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, শাহজাদপুর উপজেলা পরিষদের আজাদ হোসেন, উল্লাপাড়া উপজেলার পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, তাড়াশ উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য একরামুল হক, জেলা জাসদের সাধারণ সম্পাদক আবু বকর ভূইঁয়া প্রমুখ। এসময়ে সরাসরি ভোটে নবনির্বাচিত জেলা পরিষদের সংরক্ষিত ২ জন নারী আসনের সদস্য সহ ১১ জন সদস্যকে বরণ করে নেন সাবেক মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আব্দুল লতিফ বিশ্বাস। এর আগে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আব্দুল লতিফ বিশ্বাস সহ জেলা ও থানা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের পরিচালনা করেন, জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য ও উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম মোস্তফা । জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উল্লেখ্য, গত ১৭ অক্টোবর-২০২২ সিরাজগঞ্জ জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দিতায় দ্বিতীয় বারের মত আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আব্দুল লতিফ বিশ্বাস নির্বাচিত হন।