সিরাজগঞ্জ জেলা সঞ্চয় অফিসের উদ্যোগে বঙ্গবন্ধু কর্ণার ও ব্রেস্টফিডিং কর্ণারের উদ্বোধন
সিরাজগঞ্জ জেলা সঞ্চয় অফিসের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্ণার ও ব্রেস্টফিডিং কর্ণারের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৯ জুন) সকাল ১১ টায় শহরের মুজিসড়কস্থ ভিক্টোরিয়া কটার এলাকায় জেলা সঞ্চয় অফিসে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কর্ণার স্থাপন করা হয়েছে। এ কর্ণারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও জীবন লেখা অনেক বই রয়েছে। অফিসে অপেক্ষামান গ্রাহকদের পড়ার সুবিধার্থে বঙ্গবন্ধু কর্ণার সহ নারীদের সুবিধার্থে একটি সুদৃশ্য মাতৃদুগ্ধ শিশুকে পান করার জন্য ব্রেস্ট ফিডিং কর্ণার স্থাপন করা হয়েছে।
উক্ত কর্ণার দু’টির শুভ উদ্বোধন করেন, সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপিকা করুণা রানী সাহা।
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো বক্তব্যে রাখেন, জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক বীরমুক্তিযোদ্ধা মোঃ আমজাদ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জাতীয় সঞ্চয় অফিস সিরাজগঞ্জের সহকারী পরিচালক মোঃ ইরফান হোসেন। এসময় সিরাজগঞ্জ জেলা সঞ্চয় অফিসের অন্যান্য কর্মকর্তারা এবং গ্রাহক সাধারণদের অনেকে উপস্থিত ছিলেন।