সিরাজগঞ্জ সদর থানার ওসির ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে হারিয়ে যাওয়া শিশুকে ফিরে পেল তার বাবা-মা
সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির এর এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে ঢাকার দক্ষিন খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির হারিয়ে যাওয়া শিশু শিক্ষার্থীকে ফিরে পেলেন তার বাবা-মা।
শনিবার( ২৪ জুন) বেলা ১২ টার দিকে সিরাজগঞ্জ সদর থানা থেকে হারিয়ে যাওয়া স্কুল ছাত্র মোস্তফা (৯) কে তার বাবা-মার কাছে হস্তান্তর করা হয়েছে।
সিরাজগঞ্জ সদর থানা সূত্রে জানা যায় যে,গত ২৩ জুন শুক্রবার বিকেল আনুমানিক ৫ টার দিকে ঢাকার এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে বন্ধুদের সাথে খেলতে খেলতে আন্তঃনগর ট্রেনে উঠে পড়ে শিশুটি। পরবর্তীতে সিরাজগঞ্জের সয়দাবাদের কড্ডায় শহীদ এম. মনসুর আলী রেলওয়ে স্টেশনে ট্রেন থামলে নামে শিশু মোস্তফা। নেমেই বাড়ি ফেরার জন্য কান্না করলে স্থানীয়রা শিশুটিকে উদ্বার সদর থানায় হস্তান্তর করে। শিশুটি ঢাকা দক্ষিন খান চেয়ারম্যান পাড়ার অটোচালক মোঃ মুঞ্জু ইসলামের স্কুল পড়ুয়া ছেলে মোঃ মোস্তফা ।
শিশু মোঃ মোস্তফাকে তার ঠিকানা জিজ্ঞাসা করলে তার ঠিকানা দিতে না পারায়, বিপাকে পড়েন থানা পুলিশ। পরে সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির এর নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্ট্যাটাস দিলে পোস্টটি মুহুর্তে ভাইরাল হয়ে পড়ে এবং শিশুটির বাবার চোখে পড়ে। রাতে থানাতে যোগাযোগ করে ২৪ জুন শনিবার সকালে থানা থেকে সন্তানকে নিয়ে বাড়ি ফেরেন তার পরিবার। হারিয়ে যাওয়া শিশু সন্তানকে খুঁজে পেয়ে শিশুর বাবা- মা খুব খুশি হন। সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির এর নিকট কৃতজ্ঞতা স্বীকার করে তার জন্য দোয়া করেন।
শিশু মোস্তফাকে পরিবারের নিকট হস্তান্তর কালে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার( ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস. এম. রকিবুল হাসান, সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির সহ অন্যান্যরা প্রমুখ উপস্থিত ছিলেন। ।