বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০১ অপরাহ্ন

সুন্দরগঞ্জে প্রতিবন্ধী স্কুল ছাত্রীকে ধর্ষণ, অতিরিক্ত রক্তক্ষরণ ; হাসপাতালে ভর্তি!

রাশেদুল ইসলাম রাশেদ,স্টাফ রিপোর্টারঃ / ১৫৪ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় খামার মনিরাম উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির প্রতিবন্ধী ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মনিরাম কাজী এলাকার হাজের আলীর ছেলে কাওসার ইসলাম কাজলের বিরুদ্ধে।

এ ঘটনায় প্রতিবন্ধী স্কুল ছাত্রীর বাবা আশরাফুল ইসলাম বাদী হয়ে কাওসার ইসলাম কাজলকে অভিযুক্ত করে সুন্দরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার (৫ সেপ্টেম্বর) প্রতিবন্ধী স্কুল ছাত্রী রাতের কোচিং ক্লাস করার উদ্দেশ্য বাড়ি বের হয়। এসময় স্কুলের বাজারের পূর্ব পাশে ফাঁকা জায়গায় ধর্ষক কাওসার ইসলাম কাজল প্রতিবন্ধী কন্যাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে পাশের কালাম মুনসীর সেচ মেশিন ঘরে নিয়ে গিয়ে জোর পূর্বক ধর্ষণ করে।

প্রতিবন্ধী ছাত্রীর আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে বিবস্ত্র অবস্থায় দেখতে পায়। পরে প্রতিবন্ধী স্কুল ছাত্রী সহ ধর্ষক কাজল কে এলাকার আঃ মালেক মিয়ার বাড়িতে নিয়ে যায়। ধর্ষিতার বাবা খবর পেয়ে আঃ মালেক মিয়ার বাড়িতে ছুটে গেলে স্থানীয়রা জোর পূর্বক প্রতিবন্ধী ছাত্রীর বাবার কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নেয় বলে অভিযোগ করেন আশরাফুল ইসলামের স্ত্রী।

এদিকে ধর্ষণের শিকার সেই প্রতিবন্ধী স্কুল ছাত্রীর অতিরিক্ত রক্ত ক্ষরণ দেখে নিরুপায় হয়ে ধর্ষিতার বাবা আশরাফুল ইসলাম সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মেয়েকে নিয়ে যান। পরে ধর্ষিতার অবস্থা বেগতিক দেখে দায়িত্বরত চিকিৎসক তাকে গাইবান্ধা সদর হাসপাতালে রেফার্ড করেন।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখারুল মোকাদ্দেম এ ঘটনায় অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর