শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১২:৩৪ অপরাহ্ন

‎হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: গণমাধ্যমের ভূমিকায় তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনের গুরুত্ব

রিপোর্টারের নাম : / ৭৩ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

মো: আসাদুজ্জামান ঠাকুরগাঁও সংবাদদাতা: ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লীতে তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গনমাধ্যম কর্মীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

‎ঠাকুরগাঁও জেলা হেযবুত তওহীদের আয়োজনে সোমবার (১৩ অক্টোবর) স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করেছে।

‎ভূল্লী প্রেসক্লাব হলরুমে অনুষ্ঠিত এই বৈঠকের বিষয় ছিল ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা’।

‎হেযবুত তওহীদ রংপুর জেলার সভাপতি আব্দুল কুদ্দুস শামীম বৈঠকে বলেন, “একটি শান্তিময় ও অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থেকে কাজ করলে সমাজে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে। তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থা সকল নাগরিকের সমান অধিকার, ন্যায়বিচার, বাকস্বাধীনতা এবং নিরাপত্তা নিশ্চিত করবে।”

‎তিনি আরও বলেন, “মানবজাতির জন্য আল্লাহ প্রদত্ত জীবনব্যবস্থা একমাত্র পরিপূর্ণ সমাধান। এই রাষ্ট্রব্যবস্থায় গণমাধ্যম সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে পারবে এবং সমাজের দর্পণ হিসেবে সমাজকে গঠনমূলক দিকনির্দেশনা দেবে।”

‎বৈঠকে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের ঠাকুরগাঁও জেলা সভাপতি সোহেল শেখ, সহ-সভাপতি রাকিব হাসান, সাধারণ সম্পাদক মানিক সরকার, সঞ্চালনা করেন ফাহিম হোসাইন এবং স্থানীয় গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। সাংবাদিকরা এই উদ্যোগকে সময়োপযোগী হিসেবে দেখেছেন এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে একযোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর