অবরোধকারী সন্ত্রাসীদের হামলায় আহত শিয়ালকোল ইউনিয়ন আঃ লীগের সভাপতিকে দেখতে যান- হেনরী
বৃহস্পতিবার ৯ নভেম্বর-২০২৩ খ্রীঃ সিরাজগঞ্জ সদর উপজেলার ৪ নং শিয়ালকোল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম আজম তালুকদার বাবলু
গত ৩১ অক্টোবর-২০২৩ হরতাল- অবরোধ চলাকালে
বিএনপি-জামায়াতের নৈরাজ্যকারী সন্ত্রাসীদের দ্বারা হামলায় আহত হন এ নেতাকে তার বাড়িতে দেখতে যান এবং খোঁজ খবর নেন – জেলা আওয়ামীলীগের যুগ্ন- সাধারণ সম্পাদক নারীনেত্রী ড. জান্নাত আরা তালুকদার হেনরী।
এসময়ে- সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াদুদ নাসির তালুকদার, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ সদস্য মিজানুর রহমান দুুদু, সিরাজগঞ্জ জেলা আওয়ামী মৎস্যজীবি লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলী আহম্মেদ টুংকু, শিয়ালকোল ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরমান হোসেন, ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সেলিম আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল হারেস, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আলাম আহমেদ, সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মোঃ আব্দুল মুন্নাফ খন্দকার, ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল সামাদ, ৬নং ওয়ার্ড সাবেক সাধারন সম্পাদক ইমদাদুল হক, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল রহিম, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোঃ হাফিজুল ইসলাম সহ স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৩১ অক্টোবর -২০২৩ বঙ্গবন্ধু পশ্চিম মহাসড়কের ধুকুরিয়া নামকস্থানে বিএনপি- জামায়াতের ডাকা হরতাল- অবরোধ চলাকালে বিএনপি- জামায়াতের কর্মীরা টায়ার জ্বালিয়ে নাশকতা করার সময়ে শিয়ালকোল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ গোলাম আজম তালুকদার সহ স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা প্রতিরোধ করে এবং এসময়ে টহল পুলিশ পিকেটিংকারী ও নাশকতাকারীদের ধাওয়া করলে তারা পলায়ন করে।
পরে বিএনপি-জামায়াতের নাশকতাকারীরা শিয়ালকোল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ গোলাম আজম তালুকদার বাবলু বাড়ি ফেরার পথে একা পেয়ে অতর্কিত চোরাগুপ্তা হামলা করে মারপিট করার শিকার হন বলে অভিযোগ করেন।