আওয়ামীলীগকে পুনর্বাসন করতে অনেকেই ষড়যন্ত্র করছে, মনজুরুল করিম রনি

পলাতক আওয়ামীলীগকে পুনর্বাসন করতে অনেকেই ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মনজুরুল করিম রনি।
শনিবার বিকালে কোনাবাড়ি নতুন বাজার এলাকায় পবিত্র মাহে রমজান উপলক্ষে এতিম, অসহায়, ভাসমান ও সুবিধা বঞ্চিতদের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে মাসব্যাপী ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা তিনি।
এ সময় তিনি আরও বলেন, গত ১৬ বছরে বিএনপি সবচেয়ে বেশি নির্যাতিত ছিল।
কোনাবাড়ি থানা বিএনপির সভাপতি ইদ্রিস আলী সরকারের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান মামুনের সঞ্চালনায় কোনাবাড়ি থানা বিএনপি ও অঙ্গ সংগঠন নেতৃত্ববৃন্দ এ
সময় উপস্থিত ছিল।