আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করতে বাঐতারা বাজারে লিফলেট বিতরণ করেন-ড. জান্নাত আরা তালুকদার হেনরী
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কা বিজয়ী করার লক্ষ্যে উন্নয়নের চিত্র তুলে ধরে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের বাঐতারা বাজার তার আশপাশের এলাকায় লিফলেট বিতরণ করা হয়েছে।
সোমবার ৩০ অক্টোবর বিকেল ৩ টার দিকে বাঐতারা বাজারে লিফলেট বিতরণ করেন- সিরাজগঞ্জ সদর -কামারখন্দ আসনের জন্য মনোনয়ন প্রত্যাশায়ী সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা তালুকদার হেনরী এসময়ে তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা সবাই আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে হবে। গরীব, দুঃস্থ, অসহায় ও বঞ্চিত মানুষের পাশে আওয়ামী লীগের নেতারা থাকেন, ভাগ্যর উন্নয়ন করেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সকলের পরম বন্ধু তাই নৌকা মার্কায় ভোট চাই। এসময়ে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াদুদ নাসির, সদস্য গাজী ফজলুর রহমান খান,সদস্য মিজানুর রহমান দুদু, জিহাদ আল ইসলাম, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবিলীগের,সভাপতি আলী আহমেদ টুংকু, সাধারণ সম্পাদক টিএম মাইনুল ইসলাম, যুগ্ন-সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ জাকির হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ জাকিরুল ইসলাম লিমন,
সিরাজগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য খালেদ মোশাররফ শাওন,
সিরাজগঞ্জ পৌর আওয়ামীলীগের ৫নং ওয়ার্ডের সাধারন সম্পাদক মোঃ আব্দুল করিম মুন্সী, পৌরসভার ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব আলম শেখ,
যুবলীগনেতা ফরিদ আহমেদ, বিপ্লব হোসেন, রুবেল আহমেদ, ছাত্রলীগনেতা সাগর আহমেদ, আশিক ইকবাল আলহাজ্ব, সিরাজগঞ্জ পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের এর সভাপতি গোলাম মোস্তফা, মরহুম মোতাহার হোসেন তালুকদার যুব পরিষদের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোঃ আবুল হোসেন সন্টু প্রমুখ। এসময়ে স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা ও সর্বসাধারণেরা উপস্থিত ছিলেন ।