বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
লাইসেন্স ব্যতীত ভাটা পরিচালনা করায় কুড়িগ্রামের ৫টি ভাটা বন্ধ করে দিয়েছে প্রশাসন উল্লাপাড়ায় পানি নিষ্কাশনের দাবীতে রাস্তা অবরোধ করে মানববন্ধন আগামী ৭ দিনের মধ্যে হৃদয় এর লাশ পরিবারের নিকট হস্তান্তরের দাবি ভারত থেকে ফল আমদানি বন্ধ দ্বিতীয় ধাপের আখেরী মোনাজাত শেষ,৫৯ তম বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা ইজতেমা ময়দানে চলছে হেদায়েতি বয়ান,আখেরী মোনাজাত দুপুর ১২ টায় ইজতেমায় আরও দুই মুসল্লীর মৃত্যু ফ্যাসিবাদের প্রেতাত্মারা এখনো সব জায়গায় রয়ে গেছে,কারামুক্ত মাওলানা মহিবুল্লাহ ভাঙ্গুড়ায় ট্যাপেন্টডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার জয়পুরহাটে অর্ধেক দামে পিয়াজ আলু বিক্রি, উপকৃত সাধারণ মানুষ

আরিফ ফকিরের অত্যাচারে অতিষ্ঠিত শিক্ষক ও শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ১৫৬ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩

শিক্ষক ও শিক্ষার্থীকে মারপিটসহ নানা অভিযোগ উঠেছে কোনাবাড়ি থানাধীন আমবাগ পূর্বপাড়া এলাকার আব্দুর রহমান ফকিরের ছেলে আরিফ ফকিরের বিরুদ্ধে। তিনি পূর্ব শত্রুতার জেরে এক স্কুল ছাত্রকে লাঞ্ছিত করেন।
গেল ৫ নভেম্বর ইমন নামে (১৭) এক স্কুল ছাত্রকে মারপিট করে স্থানীয় ওই বকাটে । এ ঘটনায় বাদী হয়ে ওই ভুক্তভোগী কোনাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
ওই শিক্ষার্থী বিচার না পেলে সোমবার (১৩ নভেম্বর) সকালে স্কুলের সকল শিক্ষার্থী ক্লাস বর্জন করে বিক্ষোভ শুরু করে। পরে স্কুলের প্রধান শিক্ষক অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যান। তার বিরুদ্ধে এর আগেও ওই স্কুলের এক শিক্ষককে মারধরের অভিযোগ রয়েছে। এ নিয়ে শিক্ষকদের মাঝেও চাপা ক্ষোভ বিরাজ করছে।
ভুক্তভোগী তার বাবা মার সাথে আমবাগ পূর্বপাড়া জামালের বাড়িতে ভাড়া থেকে আমবাগ নজর দিঘি নাদের আলী উচ্চ বিদ্যালয়ের পড়াশোনা করত। এবার তিনি ওই স্কুল থেকে এস এসসি পরীক্ষা দিবেন।
অভিযোগ সূত্রে জানাযায়,পূর্ব শত্রুতার জের ধরে
গত ৫ নভেম্বর বিকেল সাড়ে ৪ টা সময় বিবাদীর বাড়ীর নিচে সেলুনে চুল কাটার জন্য যাওয়া মাত্রই বিবাদী তাকে দেখে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং এলোপাথারী শরীরের বিভিন্ন স্থানে চর থাপ্পর কিল ঘুষি ও লাথি মারিয়া নীলা ফুলা জখম করে। ভুক্তভোগীর ডাকচিৎকার করিলে বকাটে আরিফ তাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদান করে এলাকা ছাড়া করার হুমকি দেয়।
এবিষয়ে জানতে আরিফ ফকিরের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এক হাতে তালি বাজেনা। তিনি ওই স্কুল ছাত্রকে মারধরের বিষয়টি অস্বীকার করেন । তিনি বলেন, আজ রাত ৯ টা সময় বিচারে বসবো থাইকেন।
কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) জামিউল হাসান সুমন জানান, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর