আসন পুনর্বহালের দাবিতে বেড়ায় আজ হরতাল
এস আর শাহ্ আলম স্টাফ রিপোর্টার:
পাবনা -১( বেড়া- সাঁথিয়া) সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে আজ রোববার সকাল-সন্ধ্যা হরতাল , সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা দিয়েছে পাবনা-১ নির্বাচনী এলাকা পুনর্বহালের সর্বদলীয় সংগ্রাম কমিটি।
গতকাল শনিবার বেলা ১০ টায় বেড়া পৌর এলাকার স্যানালপাড়া চাউল মিল অফিস চত্বরে আলহাজ্ব ফজলুর রহমান ফকিরের সভাপতিত্বে পাবনা-১ নির্বাচনী এলাকা পুনর্বহালের দাবিতে সর্বদলীয় সংগ্রাম কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন , বেড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিন ইকবাল, সাংগঠনিক সম্পাদক আকছেদ আলী, সাবেক সহ সভাপতি সাজেদুল ইসলাম দিপু প্রমুখ।








