শনিবার, ০১ মার্চ ২০২৫, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কোনাবাড়ীতে আবাসিক হোটেল থেকে ২ নারীসহ ১৬ জনকে আটক করেছে পুলিশ ভুরুঙ্গামারীতে চর বিষয়ক মন্ত্রাণালয়ের দাবীতে মানববন্ধন ‎উপজেলা প্রকৌশলীদের উপর হামলা ও হুমকির প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কাজিপুরের লাইসিয়াম স্কুল এন্ড কলেজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত  লালমনিরহাট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শ্যামল ও সাবেক ছাত্রলীগ নেতা আটক! জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি নিয়ে দুপক্ষের  পাল্টাপাল্টি কর্মসূচী কুড়িগ্রামে ‘’ফ্রেন্ডশিপ ডিসএবিলিটি প্রোগ্রাম’’ এর এডভোকেসি সভা অনুষ্ঠিত কোনাবাড়িতে ইয়াবাসহ গ্রেফতার-১ লফস’র আয়োজনে খেলার মাঠ,পার্ক ও উম্মুক্ত স্থানের বাজেট বরাদ্দ বিষয়ক আলোচনা সভা

ঈদের পর খুলে দেওয়া হতে পারে ক্যাসিনোকাণ্ডে বন্ধ ক্লাবগুলো

রিপোর্টারের নাম : / ৮৯ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩

মতিঝিলপাড়ার যেসব ক্লাব ক্যাসিনোকাণ্ডে বন্ধ হয়ে হয়ে গেছে, সেগুলো ঈদের পর খুলে দেওয়া হতে পারে বলে আভাস দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। তিনি বলেছেন, বন্ধ ক্লাবগুলো খোলার বিষয়ে ঈদের পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি বুধবার দুপুরে সচিবালয়ে বন্ধ ক্লাবগুলো খোলার বিষয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন, ‘যারা দোষী, তাদের শাস্তি অবশ্যই হওয়া উচিত। তবে ব্যক্তির দোষের কারণে ক্লাবগুলোর কার্যক্রম দীর্ঘদিন যাবত বন্ধ রয়েছে, যা সমীচীন নয়।’

‘যে সকল ক্লাব বা প্রতিষ্ঠান জড়িত নয়, তারা যাতে তাদের ক্রীড়া কার্যক্রম অচিরেই পরিচালনা করতে পারে সে বিষয়ে বিভিন্ন ক্লাবের প্রতিনিধি আমার কাছে এসেছেন। তারাও দাবি জানিয়েছেন, যে সকল ব্যক্তি এ ন্যাক্কারজনক কাজে জড়িত, যথাযথ তদন্ত সাপেক্ষে তাদের শাস্তি হোক। তবে ক্লাবগুলো যেন তাদের স্বাভাবিক কর্মকাণ্ড পুনরায় চালু করতে পারে, সে বিষয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন।’

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি সমাধানের জন্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে ঈদের পরে একটি আন্তঃমন্ত্রণালয় সভা আহবান করতে বলেন।

আজ (বুধবার) সকালে বন্ধ ক্লাবগুলো খোলার বিষয়ে বিভিন্ন ক্লাবগুলোর প্রতিনিধিগণ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে বৈঠক করেন। তাদের দাবির প্রেক্ষিতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বৈঠক শেষেই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। তখনই স্বরাষ্ট্রমন্ত্রী ঈদের পরে একটি আন্তঃমন্ত্রণালয় সভা আহবান করে সিদ্ধান্ত গ্রহণের কথা বলেন। তিনিও অচিরেই ক্লাবগুলোর খুলে দেবার বিষয়ে আশ্বস্ত করেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর