উল্লাপাড়ায় দুর্নীতি দমন কমিটি গঠন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড়
আল-আমিন, উল্লাপাড়া:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুর্নীতি দমন কমিটি গঠনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তীব্র আলোচনা-সমালোচনা। কমিটি গঠনের প্রক্রিয়া ও সদস্য নির্বাচনে স্বচ্ছতা ছিল না বলে অভিযোগ উঠেছে, যা নিয়ে সচেতন মহলে হতাশা বিরাজ করছে।
সম্প্রতি তিন বছর মেয়াদি দুর্নীতি দমন কমিটি গঠন করা হলেও অভিযোগ রয়েছে, এ কমিটির অধিকাংশ সদস্যই নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত। অনেকে বলছেন, দুর্নীতি প্রতিরোধ নয় বরং দুর্নীতির বিস্তার ঘটাতেই এ ধরনের কমিটি করা হয়েছে। ফেসবুকে কেউ কেউ কমিটিকে ‘দুর্নীতি প্রতিরোধ নয় বরং দুর্নীতি রক্ষা কমিটি’ বলেও মন্তব্য করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া:
* A R Jahangir তার ফেসবুক ওয়ালে লিখেন , উল্লাপাড়ায় দূর্নীতি প্রতিরোধ কমিটি গঠন নিয়েও দূর্নীতি । উল্লাপাড়ায় ৩ বছর মেয়াদি দূর্নীতি প্রতিরোধ কমিটি গঠন হয়েছে। দুর্নীতি প্রতিরোধ কমিটি নিয়েও দূর্নীতি করা হয়েছে । এই কমিটির অধিকাংশ ই দুর্নীতিবাজ। এই কমিটির রাতের আধারে কারা করেছে সেটাই সচেতন মহলের প্রশ্ন? এদের অধিকাংশ আগের কমিটিতে ছিলো, তারা কেউ দূর্নীতির বিরুদ্ধে কথা বলেনি। বরং দূর্নীতিবাজদের সাথে দূর্নীতি প্রতিরোধের মিটিং , করেছে । তার ওয়ালের কমেন্ট লিখেন , sujabat Ali ভাই নীতিবান তো থাকতে পারবে না,এটাই তো দুরনীতি এটাই দেশের হাল। Saiful Islam এখন তো সারা বাংলাদেশে দুর্নীতি নাই কমিটি দিয়ে কি হবে?
* Md Rayhan Ali তার ফেসবুক ওয়ালে লিখেন , উল্লাপাড়ায় ৩ বছর মেয়াদি দূর্নীতি প্রতিরোধ কমিটি গঠন হয়েছে। এদের অধিকাংশ আগের কমিটিতে ছিলো, তারা কি দূর্নীতির বিরুদ্ধে কথা বলছে বিগত দিনে? এদের কাজ কি? আরেক কমেন্ট লিখেন যে, উল্লাপাড়ায় ৩ বছর মেয়াদি দূর্নীতি প্রতিরোধ কমিটি গঠন হয়েছে। আগামীকাল এদের সাথে পরিচিতি সভা। এই কমিটিতে যারা রয়েছে এদের অধিকাংশ আগের কমিটিতে ছিলো, তারা কি সেসময়ে দূর্নীতির বিরুদ্ধে কথা বলছে ? আমরা দেখেছি সারাদিন এমপিদের তেলবাজি করছে, মিটিং করছে, বিভিন্ন স্কুলে গিয়ে বিতর্ক প্রতিযোগিতা করছে। আদোও কি দূর্নীতি প্রতিরোধে কাজ করছে? এদের কাজ কি তেলবাজি করা ? S M Khairul Bashar দেখবেন স্কুল কলেজে গিয়ে বিতর্ক প্রতিযোগিতা করতেছে দূর্নীতির বিরুদ্ধে এটাই কাজ।
Jewel Jewel তিনি কমেন্টে লিখেন , এই সব কমিটির কাজ কি,আাজাইরা, এরা কাওকে কিছু বলার ক্ষমতা রাখে,?
আজমল হক লিখেন , এরা হলো সুবিধাবাদী।
Md Ashraful Islam লিখেন, দুর্নীতিবাজরা কি দুর্নীতি প্রতিরোধ কমিটি করছে এদের কাজ হবে কি জানতে পারি? নব গঠিত কমিটিকে স্বাগতম। যদি দুর্নীতির বিরুদ্ধে এরা কথা বলতে পারে আমি সর্ব্বোচ সহযোগিতা করবো।আমার ব্যক্তিগত ভাবে মন থেকে চাই উল্লাপাড়া উপজেলা কোন দুর্নীতি থাকবে না। Md Rayhan Ali আমি ব্যক্তিগত ভাবে দুজনকে জানি এরা অনেক ভালো মনের মানুষ। ১/ সিরাজুল স্যার ২/ সুকুমার রায় স্যার।
* Ar Raju তার ফেসবুক ওয়ালে লিখেন , “দুর্নীতি প্রতিরোধ কমিটি ” অনেক ক্ষেত্রে এসব কমিটি গড়ে উঠে দুর্নীতি করার সুযোগ তৈরির জন্য। ফলে প্রতিরোধের নামে চলে দুর্নীতির নতুন আয়োজন ।
উল্লাপাড়ার সচেতন নাগরিকরা বলছেন, প্রকৃত সৎ, নিরপেক্ষ ও যোগ্য মানুষ ছাড়া দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন অর্থহীন। তারা স্বচ্ছ প্রক্রিয়ায় নতুন করে কমিটি গঠনের দাবি জানিয়েছেন, যাতে এর কার্যক্রম বাস্তবিক অর্থে দুর্নীতিবিরোধী ভূমিকা রাখতে পারে।








