উল্লাপাড়ায় রাস্তার উপর ঘর, বিপাকে এলজিডি ও ঠিকাদার
স্টাফ রিপোর্টার :
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিডি) কর্তৃক রাস্তা সম্প্রসারণ ও পাকা করার কাজে বড় ধরনের জটিলতা দেখা দিয়েছে। কারণ, রাস্তার মাঝখানেই একটি ঘর নির্মিত থাকায় পুরো কাজ আটকে যাচ্ছে। ফলে ঠিকাদার প্রতিষ্ঠান ও এলজিডি অফিস উভয়েই মারাত্মক সমস্যায় পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বহু বছর আগে উপজেলার কয়ড়া ইউনিয়নের সরাতল গ্রামের একটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়কের ওপর জায়গা দখল করে মো. ছাত্তার আলী নামের এক ব্যক্তি ঘর নির্মাণ করেন। দীর্ঘদিন ধরে ওই ঘরটি সড়কের মাঝখানেই দাঁড়িয়ে রয়েছে। তবে সম্প্রতি রাস্তা উন্নয়ন ও সংস্কারের কাজ শুরু হলে এটি বড় প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার জানান, ঘরটি না সরানো পর্যন্ত নির্মাণকাজ সঠিকভাবে সম্পন্ন করা সম্ভব নয়।
এলজিডির উল্লাপাড়া উপজেলা সহকারী প্রকৌশলী (এসও) মানিক বলেন, রাস্তার জায়গা দখল করে স্থাপনা নির্মাণ সম্পূর্ণবেআইনি। সংশ্লিষ্ট প্রশাসনের মাধ্যমে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে ।
স্থানীয়দের অভিযোগ, ছাত্তার আলীকে আগেই রাস্তা খালি করার জন্য জানানো হলেও তিনি তা মানেননি। বরং আওয়ামীলীগ নেতা বেলাল হোসেন ও সেলিমের পরামর্শে রাস্তার উপরে ঘরটি টিকিয়ে রেখেছেন। এর ফলে এলাকাজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। গ্রামবাসী বলছেন, সরকারি উন্নয়নকাজে এমন প্রতিবন্ধকতা অগ্রহণযোগ্য। সাধারণ মানুষ যেন সঠিকভাবে রাস্তায় চলাচল করতে পারে, সে জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।
এদিকে সাংবাদিকরা ছাত্তার আলীর বাড়িতে গিয়ে তার বক্তব্য নেওয়ার চেষ্টা করলে তিনি বাড়িতে অনুপস্থিত ছিলেন। ফলে তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এলাকার ভুক্তভোগীরা বলছেন, একটি মাত্র অবৈধ স্থাপনার কারণে পুরো এলাকার উন্নয়ন ব্যাহত হচ্ছে। তারা প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন, দ্রুত ওই অবৈধ স্থাপনা উচ্ছেদ করে রাস্তাটি সচল করতে হবে।
এ ঘটনায় স্থানীয় সচেতন মহল মনে করছেন, সড়ক দখলমুক্ত করতে সংশ্লিষ্ট প্রশাসনকে আরও কঠোর হতে হবে, নইলে উন্নয়নকাজ যেমন ব্যাহত হবে, তেমনি জনগণের ভোগান্তিও দীর্ঘস্থায়ী হবে।








