শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৭:১৩ অপরাহ্ন

উল্লাপাড়ায় বেপরোয়া ডিজেপার্টি নৌকা: প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি

রিপোর্টারের নাম : / ১২৪ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

আল-আমিন,উল্লাপাড়া ঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ও আশপাশের কয়েকটি এলাকায় চলনবিলের বুকে বেপরোয়া ডিজেপার্টির নৌকা এখন আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে। উধুনিয়া মিনিক্সসবাজার খ্যাত এলাকাজুড়ে এসব নৌকার কর্ণভেদী শব্দে অতিষ্ঠ হয়ে পড়েছেন ঘুরতে আসা দর্শনার্থীরা।

দর্শনার্থীদের অভিযোগ, এসব ডিজে নৌকা চলনবিলের পরিবেশকে শুধু কলুষিত করছে না, বরং ভ্রমণকারীদের জন্য মারাত্মক অসুবিধার সৃষ্টি করছে। কর্ণভেদী শব্দ, রাতভর উচ্ছৃঙ্খল নাচগান, মাদক সেবন আর বেপরোয়া গতির কারণে বিলে বেড়াতে আসা পরিবারগুলো ভীতসন্ত্রস্ত হয়ে পড়ছে। অনেকেই বলেছেন, ছোট ছোট শিশুসহ পরিবারের জন্য এ ভ্রমণ এখন ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।

উধুনিয়ার স্থানীয় এক ব্যবসায়ী বলেন, আমরা এখানে দোকানপাট চালাই। কিন্তু এই ডিজে নৌকার শব্দে মানুষ বসতে পারেনা। অনেক সময় পর্যটকরা বিরক্ত হয়ে ফিরে যায়। এতে ব্যবসারও ক্ষতি হচ্ছে।

আরেকজন দর্শনার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, মানুষ এখানে আসে শান্তি খুঁজতে। কিন্তু ডিজে নৌকার শব্দ আর বেপরোয়া চলাচলে শান্তি তো দূরের কথা, ভয় নিয়েইচলতে হয়।

এরই মধ্যে গত ২৯ আগস্ট (শুক্রবার) এক শ্যালো ইঞ্জিনচালিত নৌকা বেপরোয়া গতিতে চলার সময় দুর্ঘটনার শিকার হয়। ওই ঘটনায় দু’জন নিহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ সময় আহত হয় ১০ থেকে ১৫ জন।

পর্যটক ও স্থানীয়দের প্রশাসনের কাছে জোড়ালো  দাবি উধুনিয়ার চলনবিলে অবাধে চলাচল করা এসব ডিজেপার্টির নৌকার বিরুদ্ধে এখনই প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। শব্দ দূষণ নিয়ন্ত্রণ, নৌকার গতি সীমিতকরণ এবং মাদকাসক্ত উচ্ছৃঙ্খলতার লাগাম টানতে হবে। না হলে চলনবিলে আর দর্শনার্থী টিকবে না, বরং প্রতিদিনই ঝুঁকির মধ্যে পড়বে অসংখ্য মানুষের জীবন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর