রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৫:১৬ পূর্বাহ্ন

উল্লাপাড়ায় আউস এর বনভোজন অনুষ্ঠিত

রিপোর্টারের নাম : / ১১৬ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ২ ফেব্রুয়ারি, ২০২৪

আলআমিন. উল্লাপাড়া  :

সিরাজগঞ্জের উল্লাপাড়ায়আমরা উল্লাপাড়ার সন্তান” (আউস) এর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ২ ( ফেব্রুয়ারি ) উপজেলার রিয়া রূপম শিশু পার্কে  বনভোজনে আউস এর সভাপতি প্রকৌশলী আব্দুর রহমান (মুক্তার) সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ  সদস্য বীর মুক্তিযোদ্ধা  শফিকুল ইসলাম শফি।  সময় দিনব্যাপী বনভোজন  অনুষ্ঠানে (আউস) এর সদস্যদের নিয়ে প্রেতি ক্রীড়া  প্রতিযোগিতা ,র‍্যাফেল ড্র পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বনভোজন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা,আউস এর সাধারন সম্পাদক ডা. শামসুল আলম স্বপন,উপদেষ্টা হেদায়েত আহমেদ এলান, উপদেষ্টা নবী নেওয়াজ খাঁন বিনু,উল্লাপাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক .আর জাহাঙ্গীর , সরকারি আকবর আলী কলেজের সহযোগী অধ্যাপক শামীম হাসান, সদর ইউনিয়নআওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ স্বপন,আরিফ বীন হাবিব ,আমিনুজ্জমান অলকসহ আউস এর সদস্যরা

অনুষ্ঠানে শেষে আউস এর  পরিবারের সদস্যদের মাঝে  ক্রীড়া প্রতিযোগিতা, র‍্যাফেল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ অসহায় এক মেধাবী ছাত্রকে বিনামূল্যে বই বিতরণ করেন।   


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর