এলজিইডি’র নির্বাহী প্রকৌশলীর উপর হামলার প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন
গত রোববার এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকল্প পরিচালক মোঃ ইয়াজদানী’র উপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে ঘন্টাব্যাপি সিরাজগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে ।
সিরাজগঞ্জ এলজিইডি’র কর্মকর্তা -কর্মচারীদের উদ্যোগে
মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকেল ৪ টার দিকে সিরাজগঞ্জ এলজিইডি ভবনের সামনে এবং সিরাজগঞ্জ – বগুড়া (আঞ্চলিক নলকা) মহাসড়ক এলজিইডি’র প্রধান গেটের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে
সিরাজগঞ্জ এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোঃ সফিকুল ইসলামের এর নেতৃত্বে ও সভাপতিত্বে জেলা এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী মোঃ ছাবের আলী তিনি
তার বক্তব্যে বলেন, চট্টগ্রাম এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী ইয়াজদানী’র উপর চিহ্নিত হামলাকারী সন্ত্রাসী শাহাবুদ্দীন সহ সকল হামলাকারীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। শাস্তি না হলে কঠিনতম আন্দোলনে যাবে বলে জানান।
এ সময়ে সিরাজগঞ্জ জেলা এলজিইআরডি সিনিয়র সহকারী প্রকৌশলী মোঃ ছাবের আলী, সদর উপজেলার প্রকৌশলী মোঃ আবুল কালাম আজাদ মোল্লা, সহকারি প্রকৌশলী মোঃ মশিউর রহমান, জেলাএলজিআরডি সহকারী সৌরভ কুমার সাহা, উপসহকারী প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম, মেকানিক্যাল ফোরম্যান মোঃ শরিফুল ইসলাম, হিসাব রক্ষক মোঃ রেজাউল করিম, ল্যাবরেটরী টেকনিশিয়ান মোঃ আবু বকর সিদ্দিক, উচ্চমান সহকারী শেখ ফিরোজ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।