শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৭:১১ অপরাহ্ন

কক্সবাজার জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)

রিপোর্টারের নাম : / ৩০৯ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

মিসবাহ ইরান,কক্সবাজার: বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রতিষ্ঠিত রাজনৈতিক সংগঠন ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) কক্সবাজার জেলার আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। সংগঠনের কেন্দ্রীয় কমিটির অনুমোদনক্রমে ৬ মাস মেয়াদী এই আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়।

ঘোষিত কমিটিতে—আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাফি আল ইরান। যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন মোহাম্মদ নূরুল আমিন, কৃষিবিদ গোলাম আজম খান, মোহাম্মদ মহি উদ্দিন, আবু হেনা, নিজাম উদ্দিন আলম, সুলতানা রাজিয়া ওহি, এরশাদ উল্লাহ, মিনহাজুল ওয়াহিদ এবং তানসিফুর রহমান।

সদস্য সচিব হিসেবে দায়িত্বে আছেন কফিল উদ্দিন ইমু। এছাড়া যুগ্ম সদস্য সচিব সাইফুল ইসলাম সাইমন, কামরুল হাসান মিনা, মাহদী আজম বিপুল, নুসরাত খানম লিজা, মিনহাজুল ইসলাম, শফিকুর রহমান, রমজান আলী রাজা, ওসমান গনী, আব্দুল্লাহ আল নুমান সহ প্রমুখ ও সদস্য পর্যায়ের মোট ১০২ সদস্য নিয়ে কমিটি গঠন করা হয়েছে।

কমিটি অনুমোদন করেন সংগঠনের চেয়ারম্যান আলী আহসান মুজাহিদ ও সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিজবুল্লাহ। আর সুপারিশ করেন কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়ক নাঈম আহমেদ।

সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন যে, নতুন এই আহ্বায়ক কমিটি কক্সবাজারে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)-এর সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করবে এবং বৈষম্যহীন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর