কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা
সিরাজগঞ্জ সদর উপজেলার ৮নং কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ইং এর উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
উন্মুক্ত বাজেট আলোচনা সভা বুধবার (৩১মে) সকাল ১০টায় পুরাতন জেলখানা রোডস্থ ইউনিয়ন পরিষদ কার্যালয় হল রুমে উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জিয়া মুন্সি এর সভাপতিত্বে বাজেট উপস্থাপন করেন অত্র ইউনিয়ন পরিষদ সচিব মোঃ আশরাফ আলী সরকার। তিনি জানান ২০২৩-২০২৪ইং অর্থবছরের সম্ভব্য আয় ৩,৪৬,৩২,৩৭৯/টাকা ও ব্যায় ৩,৪৬,০৮,৭৪৫/টাকা আর সার্বিক উদ্বৃত্ত ধরা হয়েছে ২৩,৬৩৪টাকা।
উক্ত বাজেট পর্যালোচনা করতে গিয়ে চেয়ারম্যান জিয়াউর রহমান বক্তব্যে বলেন “বাজেট সভায় অংশগ্রহণ করবো নিজের চাহিদা নিজেই বলবো” সিরাজগঞ্জ সদর উপজেলার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ইউনিয়ন কাওয়াকোলা প্রতি বছরই বন্যখরাসহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে প্রতিনিয়তই চলতে হয়। তবুও জীবন মান রক্ষা করে আগামী দিনে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার ষ্মার্ট বাংলাদেশ গড়তে সকলকে কর প্রদান করা আহ্বান জানান। এবং ক্ষতিগ্রস্থদের পাশে থেকে সকল প্রকার নাগরিক সেবা দিতে তিনি নিরলসভাবে কাজ করে যাওয়ার আশ্বাস দেন।সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সদর উপজেলার ভাইস চেয়ারম্যান জামায়াত আলী মুন্সী, বীর মুক্তিযোদ্ধা আজগর আলী ,সাজ্জাদ হোসেন, মৎস্যজীবী লীগ নেতা সুরুতজ্জামান তালুকদার, প্রবীণ আওয়ামী লীগের নেতা পারুমন্ডল,আলী আমজাদ,ইউপি সদস্য নজরুল ইসলাম, মোঃ মোস্তফা কামাল, মোঃ ছানোয়ার হোসেন, প্রমুখ।
এছাড়াও নারী সংরক্ষিত ইউপি সদস্য সাজেদা বেগম, কোহিনুর বেগম,আনোয়ারা বেগম, ওয়ার্ড মেম্বর শাহজামাল,আফসার আলী, আব্দুল মান্নান, জনাব আলী,ছালাম সর্দার, আব্দুর রাজ্জাকসহ অত্র ইউনিয়নের হিসাবরক্ষক কাম কম্পিউটার অপারেটর জাহিদুল ইসলাম ও উদ্যোক্তা ইউসুফ মাহমুদসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীগন উপস্থিত ছিলেন।