কাওয়াকোলা ইউপিতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
” নির্ভূল জন্ম নিবন্ধন করব, শুদ্ধ তথ্য ভান্ডার গড়ব, এই প্রতিপাদ্য নিয়ে সিরাজগঞ্জ সদর উপজেলার ৮ নং কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের আয়োজনে, জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন উপলক্ষে ৪৫ দিনের মধ্যে নিবন্ধনকারীদেরকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা সহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ অক্টোবর ) দুপুরে কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের হলরুমে জন্ম ও মৃত্যু এর ৪৫ দিনের মধ্যে নিবন্ধন করার জন্য জনসচেতনা মূলক আলোচনা সভা শেষে জন্মের ও মৃত্যুর ৪৫ দিনের মধ্যে নিবন্ধনকারী ইউনিয়ন বাসীর কয়েকজনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সুযোগ্য কাওয়াকোলা ইউপির চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জিয়া মুন্সী। ইউপি সচিব মোঃ সাইদুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাওয়াকোলা ইউনিয়ন আঃলীগের সাধারণ সম্পাদক মির্জা আলী আকবর। এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মোঃ ছানোয়ার হোসেন, শাহজামাল সেখ, মোস্তফা কামাল, আফসের আলী, সাজেদা খাতুন, কোহিনূর খাতুন সহ অন্যান্য ইউপি সদস্যগণ সহ কর্মকর্তা কর্মচারীরা এবং ইউনিয়ন আঃলীগের নেতাকর্মীরা সহ অনেকে উপস্থিত ছিলেন।