কাজিপুরের বীর মুক্তিযোদ্ধা রইস উদ্দিন ইন্তেকাল করেছেন
গোলাম কিবরিয়া খান,কাজিপুর,প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার দোয়েল গ্ৰামের মৃত ইয়াদ আলী সেখের সন্তান বীর মুক্তিযোদ্ধা রইচ উদ্দিন শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে ইন্তেকাল করেছেন।
তিনি বার্ধক্য জনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মহান মুক্তিযুদ্ধে তিনি ভারতে প্রশিক্ষণ শেষে ৭ নং সেক্টরের বিভিন্ন রণাঙ্গনে সম্মুখ সমরে অংশগ্রহণ করেন। একই দিন রাত ৯ টায় আর আই এম ডিগ্ৰি কলেজ প্রাঙ্গণে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
এ সময় প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক উপস্থিত ছিলেন। বক্তব্যে তিনি বলেন, যেহেতু রাতের আগেই জাতীয় পতাকা নামিয়ে ফেলা হয়, তাই গার্ড অব ওনার দেয়া যাচ্ছে না। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থীসহ জনসাধারণ ও মরহুমের পরিবারবর্গ জানাজা নামাজে অংশ গ্ৰহণ করেন।