কাজিপুরের মুনলাইট স্কুল অ্যান্ড কলেজ থেকে বিদায় নিলো ৫ম শ্রেণির শিক্ষার্থীরা
স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা সদরের মুনলাইট স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
একাধিক শাখা সম্বলিত প্রতিষ্ঠানটির পৌরসভা এলাকার অবস্থিত প্রধান শাখার নিজস্ব ক্যাম্পাসে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরেঅনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাজিপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আব্দুস ছালাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির পরিচালক মোকলেছুর রহমান।
তিনি বলেন, কাজিপুরের অনেক ছাত্র যারা দেশের নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়ে, বিভিন্নক্ষেত্রে প্রতিষ্ঠালাভ করেছেন তারা এই বিদ্যায়তন থেকে পাশ করেছেন। আমি বিশ্বাস করি সৃজনশীল, মানবিক বাংলাদেশ গঠনের জন্যে শিক্ষার্থীদের ভালো মানুষও হতে হবে। অনুষ্ঠানে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী শেখ আল জাওয়াদ উন্মেষ ও নাফিসা তাবাচ্ছুম লাবণ্যর সঞ্চালানায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম।
তিনি বলেন, আমি কাজিপুরে এসে এই বিদ্যালয়টির কথা অনেকের নিকটেই শুনেছি। এখানে পড়ালেখার উপযুক্ত পরিবেশ বিদ্যমান। পঞ্চশ শ্রেণির শিক্ষার্থীরা আজকে যেভাবে নিজেরাই অনুষ্ঠানটি বাংলা এবং ইংরেজিতে উপস্থাপন করলো তাতে করে আমি মুগ্ধ। আমি বিদ্যালয়টির সমৃদ্ধি কামনা করছি। অনুষ্ঠানে সহকারি অধ্যাপক আব্দুল জলিল, উপজেলা বিএনপির সহসভাপতি ওয়াহিদুজ্জামান মিনু, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ তারা, কাজিপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাজ্জাদুর রহমান বাবলু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাজিপুর উপজেলা প্রতিনিধি আকিব আহমেদ অন্তর প্রমুখ। এর আগে পঞ্চম শ্রেণির বিদায়ী শিক্ষার্থীরা কেক কেটে বিদায় উদযাপন করেন। অনুষ্ঠান শুরুর আগে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয় তারা। অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।