শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৩:০৩ পূর্বাহ্ন

কাজিপুরে জোড়া শিশু ধর্ষণ চেষ্টার আসামী মিনুর আত্মসমর্পণ; ঠাঁই হলোকারাগারে

রিপোর্টারের নাম : / ৫৭৪ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ৪ জুন, ২০২৫

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চাঞ্চল্যকর জোড়া শিশু ধর্ষণ চেষ্টার মামলার আসামী আব্দুল মজিদ মিনু (২৬) আদালতে আত্মসমর্পণ করেছেন।  (৪ জুন) বুধবার দুপুরে সিরাজগঞ্জের আদালত জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠায়। কাজিপুর থানার অফিসার ইনচার্জ নূরে আলম আসামী মিনুর আটক এবং জেলহাজতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক আব্দুল মজিদ মিনু উপজেলার মেঘাই গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কাজিপুর সদর ইউনিয়ন কমিটির ত্রাণ ও দুর্যোগ বিষয়ক উপনেতা ছিলেন। বর্তমানে তিনি নিজেই ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত বলে ফেসবুকে পোস্টে দাবী করে সুবিধা নেয়ার চেষ্টা করে আসছিলেন।

থানা মামলা সূত্রে জানা গেছে, গত ২৩ মে বিকেলে প্রতিবেশি দুই শিশুকে আম দেয়ার কথা বলে বাড়ীর পার্শ্ববর্তী যমুনার তীরে ভুট্টা খেতে নিয়ে যান আব্দুল মজিদ মিনু। সেখানে নিয়ে দুই শিশুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। শিশুদের চিৎকারে ক্ষেতের পাশ দিয়ে যাবার সময়ে শিশুদের আত্মীয় আশিক তাদের উদ্ধার করে। এ সময় মিনু দ্রুত সেখান থেকে পালিয়ে যান। এই ঘটনার কয়েকদিন পরে গত ৩০ মে আব্দুল মজিদ ওরফে মিনুকে আসামী করে এক শিশুর ভাই  কাজিপুর থানায় মামলা দায়ের করেন।  ঘটনার প্রতিবাদে ও আসামী মিনুকে গ্রেপ্তারের দাবীতে গত কয়েকদিন একটানা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্ররা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে আসছিলো গত ১ জুন প্রতিবাদ মুখর জনতার মাঝে কাজিপুর থানা পুলিশের ওসি নূরে আলম ২৪ ঘন্টার মধ্যে আসামিকে আটক করার প্রতিশ্রুতি দেন। প্রতিশ্রুতির ৩ দিন পর ৪ জুন আসামী মিনু আদালতে আত্মসমর্পণ করলে আদালত তার জামিন নামঞ্জুর করে আটক দেখিয়ে জেল হাজতে প্রেরণ করে। এ ঘটনায় কাজিপুর থানা পুলিশের সক্ষমতা নিয়ে প্রশ্ন না তুললেও আন্তরিকতা নিয়ে বিরুপ প্রতিক্রিয়ার জানিয়েছেন সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর