কাজিপুরে টিআর প্রকল্পের আওতায় ৫০ জোড়া স্কুল বেঞ্চ বিতরণ

কাজিপুরে টিআর প্রকল্পের আওতায় ৫০ জোড়া স্কুল বেঞ্চ বিতরণ করেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তর। উপজেলার স্বনামধন্য ৪ টি শিক্ষা প্রতিষ্ঠান এ সুবিধা পেয়েছে।
মঙ্গলবার ২৮ মার্চ দুপুরে বিতরণকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একেএম শাহা আলম মোল্লা জানান, উপজেলার সোনামুখী হাইস্কুল ২০ জোড়া, বাংলাবাজার গার্লস হাই স্কুল ১৫, মেঘাই দাখিল মাদ্রাসা ১০ এবং উপজেলা আদর্শ একাডেমি ৫ জোড়া মোট ৫০ জোড়া বেঞ্চ বরাদ্দ পেয়েছে।
বিতরণকালে উপস্থিত ছিলেন, পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, পৌর কাউন্সিলর শরিফুল ইসলাম কুড়ান, বাংলাবাজার গার্লস স্কুলের প্রধান শিক্ষক আব্দুল কাদের, কাজিপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সোনামুখী হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল করিম প্রমূখ।