শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোনবাড়ীতে ইয়াবাসহ আটক-১ আদম ব্যবসায়ীদের প্রতারণায় নিঃস্ব সোহেলের পরিবার, থানায় অভিযোগ আদম ব্যবসায়ীদের প্রতারণায় নিঃস্ব সোহেলের পরিবার, থানায় অভিযোগ টঙ্গীতে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার কোনাবাড়িতে ঝুট গোডাউনে আগুন,নিয়ন্ত্রণে ৪ ইউনিট কারামুক্ত হলেন ডেসটিনির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন আব্দুল আলীমের মরদেহ দীর্ঘ আড়াই বছর পর ময়নাতদন্তের জন্য উত্তোলন অতীতে ঘরে ঘরে চাকরি দেবার নাম করে হাহাকার দিয়ে গেছে রাজনৈতিক দলগুলো কেন্দ্রীয় জাকের পার্টির নেতা রবিউল ইসলাম রবি ভাঙ্গুড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বেনাপোলে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত

কাজিপুরে পারিবারিক সম্পদ ঠেকাতে ৯৯৯ এ কল ফোন দিলেন বৃদ্ধ

গোলাম কিবরিয়া খান, স্টাফ রিপোর্টার : / ১১৮ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১৬ জুলাই, ২০২৩

প্রতিবেশীর হাত থেকে পারিবারিক সম্পদ রক্ষায় ৯৯৯ এ কল দিয়ে পুলিশ প্রশাসনের সহযোগিতা নিলেন সিরাজগঞ্জের কাজিপুর পৌরসভার আলমপুর গ্ৰামে স্বর্নকার পাড়ার মৃত আজাহার আলী স্বর্নকারের ছেলে জহিরুল ইসলাম (৭৩)।

সরেজমিনে জানা যায়, পৈত্রিক সম্পত্তি ও ওয়ারিশদের নিকট থেকে ক্রয় করা মোট ৭১ শতাংশ জমি বাড়ি ও বাঁশ ঝাড়সহ দীর্ঘ দিন ধরে ভোগদখল করে আসছিলেন জহিরুল ইসলাম, হঠাৎ প্রতিবেশী মৃত নজরুল ইসলামের ছেলে উজ্জল গং( ৪৫) দেশীয় অস্ত্রসহ ২৫ থেকে ৩০ জন এসে তাদের জায়গায় বাঁশ ঝাড় দাবি করে ৬০-৭০টি বাঁশ ১৬ জুলাই সকাল আটটার দিকে কেটে নিয়ে যায়। বয়স্ক জহিরুল ইসলাম জানান, আমি তাদের এমন কর্মকাণ্ড দেখে ভীতসন্ত্রস্ত হয়ে ৯৯৯ নাম্বারে ফোন দিয়ে প্রতিকার চাইলে, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে বিষয়টি সরেজমিনে দেখে গেছেন। তিনি আরো জানান, আমার তিন ভাই ও পাঁচ বোনের অংশ কিনে নিয়েছি। আলমপুর মৌজার জেএল নং ২৬ এস এ এবং আর এস রেকর্ড সব ঠিক আছে। আমি নীরহ মানুষ, স্থানীয় পৌর কাউন্সিলর এবং পৌর মেয়রকে বিষয়টি জানিয়েছি, তারা সুষ্ঠু বিচারের ব্যবস্থা করলে মেনে নেব, অন্যথায় আইনের আশ্রয় নেব। এই বিষয়ে উজ্জ্বল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঐ জায়গা আমার, সেই জন্য ভাই ভাতিজাসহ বাঁশ কেটেছি। কাজিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কুমার দত্ত (পিপিএম) জানান, ঘটনাস্থলে পরিদর্শন করেছে পুলিশ আশাকরি অপ্রীতিকর কোন ঘটনা আর ঘটবে না, প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর