বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়িতে ঝুট গোডাউনে আগুন,নিয়ন্ত্রণে ৪ ইউনিট কারামুক্ত হলেন ডেসটিনির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন আব্দুল আলীমের মরদেহ দীর্ঘ আড়াই বছর পর ময়নাতদন্তের জন্য উত্তোলন অতীতে ঘরে ঘরে চাকরি দেবার নাম করে হাহাকার দিয়ে গেছে রাজনৈতিক দলগুলো কেন্দ্রীয় জাকের পার্টির নেতা রবিউল ইসলাম রবি ভাঙ্গুড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বেনাপোলে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত সলঙ্গায় সেচ্ছাসেবকদলের শীতবস্ত্র বিতরণ গাজীপুরে ৯ কেজি গাঁজাসহ গ্রেফতার-১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে আদম ব্যবসায়ী শাহীন ও মশিয়ারের বিরুদ্ধে প্রতারণা মামলা সৌদি আরবে অবৈধ অভিবাসী!

কাজিপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রিপোর্টারের নাম : / ৮ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান চালিতাডাঙ্গা বেগম বশিরুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম সংবাদ সম্মেলনের মাধ্যমে তার বিদ্যালয় সম্পৃক্ত প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন। গত ১৭ নভেম্বর রোববার নিজ অফিসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধান শিক্ষক লিখিত বক্তব্যের মাধ্যমে জানান, অতিসম্প্রতি অত্র  বিদ্যালয় সম্পর্কে “শিরোনাম নিউজ”  নামক একটি অনলাইন  মিডিয়া থেকে একটি মনগড়া সংবাদ  প্রকাশিত ও প্রচারিত হয়, যা বিদ্যালয়ের ভাবমুর্তি চরমভাবে ক্ষুন্ন করার হীন উদ্দেশ্য প্রনোদিত  বলে প্রতিয়মান হয়। তিনি আরো বলেন,

চালিতাডাংগা বিবিএন উচ্চ বিদ্যালয় কাজিপুর উপজেলার হাতে গোনা কয়েকটি শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের মধ্যে ১টা। প্রতিষ্ঠানের অতীত আরও সমৃদ্ধ ছিল, কারন তখন জেলার সেরা দশে এর অবস্থান ছিল। বর্তমানেও এর ফলাফল মোটামুটি আশাব্যঞ্জক, যেমন বছর শেষে এস এস সি রেজাল্ট এবং পরবর্তীতে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ও মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ভর্তি ই তার প্রত্যক্ষ প্রমান। আপনারা জানেন,  সাম্প্রতিক সময়ে দেশে অনেক কিছুই পরিবর্তিত হয়েছে। বিদ্যালয়ের ২জন শিক্ষক, ১ জন অফিস সহকারী, ৩ জন চতুর্থ শ্রেণির কর্মচারী কয়েক দিন যাবত অনুপস্থিত রয়েছেন।  যোগাযোগ করলে তারা বিদ্যালয়ে আসতে অপারগতা প্রকাশ করেন, এবং জানান যে, রাজনৈতিক পরিস্থিতি অনুকুলে নয়, বিষয়টি উপজেলা নির্বাহী  অফিসার ও   মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে অবহিত করা হয় এবং তাদের নির্দেশনা মোতাবেক বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। একই সাথে অনুপস্থিতিদের সাথে অদ্যাবধি যোগাযোগ অব্যাহত রয়েছে, পরিস্থিতি অনুকুলে আসলে তারা বিদ্যালয়ে আসবেন  বলে জানিয়েছেন।  কয়েকদিন আগে দুজন সাংবাদিক বিদ্যালয়ে এসে উক্ত বিষয় জানতে চাইলে তাদের বিষয়টা জানান হয়, অথচ দেখা গেল, তাদের প্রকাশিত সংবাদে প্রতিষ্ঠান ও প্রধান  সম্পর্কে কিছু আপত্তিকর বাক্য ব্যবহার করেছে, যেখানে আমি ও আমার বিদ্যালয়ের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন করা হয়েছে, যা বিদ্যালয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারী সকলের জন্য  অপমানকর, ও অসম্মান জনক। স্বার্থান্বেষী কোনো মহল সাংবাদিকদের মনগড়া, বানোয়াট তথ্য দিয়ে বিভ্রান্ত করেছে। আমি উক্ত সংবাদ প্রকাশের জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করছি। একই সাথে সঠিক তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশের অনুরোধ জানাই।

বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের অনুপস্থিতি কর্তৃপক্ষ অবগত আছেন, বিদ্যালয় সাময়িকভাবে এই বিষয় সাফার করলেও আমরা সবাই মিলে তা রিকভার করছি। সবার সাথে যোগাযোগ রাখছি। যথানিয়ম অনুসরণ করে বিদ্যালয় পরিচালিত হচ্ছে। বিদ্যালয়ের কার্যক্রম সুচারুভাবে পালন করা হচ্ছে। অন্যান্য শিক্ষক -কর্মচারী ও বর্তমান বিদ্যালয় কর্তৃপক্ষ  সবাই সোচ্চার ও সার্বিক সহযোগিতা করছেন। এজন্য আমি সকলের কাছে কৃতজ্ঞ। বিশেষ করে পুরোনো ঐতিহ্য বিদ্যমান থাকে সেই প্রচেষ্টা অব্যাহত রাখব, যেমনটা আমরা ইতোমধ্যে শুরু করেছি। পরিশেষে  বিদ্যালয় সংশ্লিষ্ট  সকলের মংগল কামনা ও উপস্থিত সবারপ্রতি আবারও শুভ কামনা জানিয়ে  সংবাদ সম্মেলন শেষ করেন। এসময় সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর