কাজিপুরে বন্ধন-৯৩ উদ্যোগে হুইল চেয়ার বিতরণ
গোলাম কিবরিয়া খান,স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার তারাকান্দি উচ্চ বিদ্যালয়ের এসএসসি-৯৩ ব্যাচের শিক্ষার্থীদের সংগঠন বন্ধন-৯৩ পক্ষ থেকে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অসহায় পরিবারের সদস্যদের মানবিক সহায়তা হিসেবে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
গত ২৯ সেপ্টেম্বর শুক্রবার উপজেলার শুভগাছা ইউনিয়নের খাসদোয়েল গ্ৰামের প্রবীণ ও পক্ষাঘাত প্রাপ্ত ব্যাক্তি জহর আলী বয়াতীকে হুইল চেয়ার প্রদানকালে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে মানবিক সহায়তা আরো বৃদ্ধি পাবে, প্রাকৃতিক দুর্যোগসহ যেকোনো প্রয়োজনে বন্ধন-৯৩ অসহায় মানুষের পাশে আছে, থাকবে। উপস্থিত ছিলেন বন্ধন-৯৩ সহ-সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের, লিটন। কোষাধ্যক্ষ জয়নুল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান নয়ন প্রমূখ।