বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫, ০৭:২৪ পূর্বাহ্ন

কাজিপুরে বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির  আলোচনা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক / ৭ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ৫ মার্চ, ২০২৫

জাতীয় সংসদের-৬২ সিরাজগঞ্জ-১ (কাজিপুর উপজেলা ও সদরের ৫ ইউনিয়ন) আসনে জেলা  বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে সিরাজগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে জেলা নেতৃবৃন্দের সমন্বয়ে সংসদীয় সিরাজগঞ্জ -১ও ৩ আসনে বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটি করা হয়। এতে সাবেক এমপি ও জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান তালুকদারকে কমিটির আহ্বায়ক করা হয়। 

বুধবার ৫ মার্চ আলমপুর চৌরাস্তায় অনুষ্ঠিত আলোচনা সভায় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও জেলা বিএনপির সহ-সভাপতি মজিবর রহমান লেবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, সদস্য রফিকুল করিম খান পাপ্পু, সদস্য ভিপি শামীম খান এবং সদস্য রোমানা মোর্শেদ কনকচাঁপা। সভায় কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা, সাবেক সহ-সভাপতি রবিউল হাসান, সাবেক সাধারণ সম্পাদক আঃ সালামসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর