কাজিপুরে বেগম আমিনা মনসুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট এর উদ্বোধন
সিরাজগঞ্জের কাজিপুরে বেগম আমিনা মনসুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট এর শূভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) সকালে এ উপলক্ষ্যে ইনস্টিটিউট কার্যালয়ের শুভ উদ্বোধনী অনুষ্ঠান সভায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালী যুক্ত হয়ে সারা দেশের অন্যান্য স্থানের আরও ৫টি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট এর সাথে একযোগে উদ্বোধন করেন।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেন, কারগরি শিক্ষাঅর্জনে দেশে দক্ষশ্রমিক সৃষ্টি হবে এ লক্ষ্য সামনে রেখেই আওয়ামীলীগ সরকার দেশে কারিগরি কলেজ স্থাপন করে চলেছেন।
এ সময়ে উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃমোবারক হোসেন, কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার, কলেজের প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার গোলাম নুর, উপজেলা আওয়ামীলীগ সভাপতি রেফাজউদ্দিন মাস্টার, কাজিপুর পৌরসভার মেয়র মোঃ আব্দুল হান্নান তালুকদার প্রমূখ উপস্থিত ছিলেন।