কাজিপুরে মতবিনিময় সভায় অংশগ্ৰহণ করলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক
সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মীর মোহাম্মদ মাহবুবুর রহমান গত মঙ্গলবার ২৫ এপ্রিল কাজিপুর উপজেলা পরিদর্শন করেছেন। এ সময় তিনি উপজেলা পরিষদ সভাকক্ষে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ও বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন।
সভায় বর্তমান পরিস্থিতি, চলমান উন্নয়ন সমস্যাসহ জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করে মতবিনিময় করা হয়।
ইউএনও সুখময় সরকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, সহকারী কমিশনার ভূমি কাজী অনিক ইসলাম, ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, মুক্তিযোদ্ধা সংসদ কাজিপুর উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইউনুস উদ্দিন। বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। চালিতাডাঙ্গা ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল, কাজিপুর সদর ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বিপ্লব, শুভগাছা ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন, মাইজবাড়ী ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি পরিমল কুমার তরফদার সহ সরকারি দপ্তরের প্রতিনিধিগণ।