বুধবার, ২৮ মে ২০২৫, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভাঙ্গুড়ায় স্কুল ছাত্রীর গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা কাজিপুরে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পে ১৪৯৩ জনকে সেবা প্রদান  দীর্ঘ ১২ দিন পর বেনাপোল কাস্টমসে ফিরেছে কর্মচাঞ্চল্য দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা, মতবিনিময় ও পুরস্কার বিতরণ ভাঙ্গুড়ায় ভাইয়ের ঘর নির্মাণে বোনদের বাধা,চাঁদাবাজির অভিযোগ মিথ্যা ও বানোয়াট কোনাবাড়ীতে মোবাইল চোর সন্দেহে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার-৩ সিরাজগঞ্জের সলঙ্গায় চলাচলের রাস্তায় টিনের বেড়া অবরুদ্ধ ১ পরিবার সলঙ্গায় চুরির ভাগের টাকার জন্য হোটেল কর্মচারী আরাফাত খুন, ২ জন গ্রেফতার আ.লীগের দোসর মামুনুর রশীদ এখন গাছা থানা জাসাসের আহ্বায়ক উল্লাপাড়ায় রাফান মটরসের কমিউনিটি মিট অনুষ্ঠিত

কাজিপুরে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পে ১৪৯৩ জনকে সেবা প্রদান 

রিপোর্টারের নাম : / ৩৭ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২৬ মে, ২০২৫

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুরে বাংলাদেশ সেনানিবাসের ১১ পদাতিক ডিভিশনের ৪০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির  ব্যবস্থাপনায় ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (২৬ মে) সকালে কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে স্থানীয় প্রান্তিক পর্যায়ের নিম্ন আয়ের ১ হাজার ৪৯৩  জন বিভিন্ন রোগের রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। ইন এইড টু সিভিল পাওয়ার কর্মসূচির আওতায় এ ক্যাম্পের আয়োজন করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার পারভেজ ভুইয়া জানান, বগুড়া সেনানিবাসের ১১ পদাতিক ডিভিশনের ৪০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ব্যবস্থাপনায় এই ফ্রি চিকিৎসা ক্যাম্পে ৬ জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে মেডিসিন, চক্ষু, গাইনি, শিশু ও চর্ম রোগের ১  হাজার ৪৯৩ জনকে চিকিৎসা প্রদানসহ প্রায় ৫১ প্রকারের ওষুধ বিনামূল্যে ওষুধ দেওয়া হয়।

তিনি আরও জানান, ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ অব্যাহত রয়েছে। জটিল রোগীদের জন্য বিশেষ চিকিৎসা ও অপারেশনের ব্যবস্থাও রাখা হয়েছে। সেনাবাহিনী প্রধানের প্রত্যয়ে অনুপ্রাণিত হয়ে সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার থেকেই এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। অসহায় ও সুবিধাবঞ্চিত জনগণের মাঝে মানবিক সহায়তা পৌঁছে দিতে সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর