কাজিপুরে ৭টি হাইস্কুলের ছাত্রীদের মাঝে ৭৮ টি বাইসাইকেল বিতরণ
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের ৭ টি হাইস্কুলের দরিদ্র ও মেধাবী ছাত্রীদের মাঝে ৭৮টি বাইসাইকেল বিতরণ করা হয়েছে। ২০২০-২১ অর্থ বছরের এলজিএসপি-৩ এর অর্থায়নে –
বুধবার (৮ জুন) বিকেল ৫ টার দিকে চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্বরে এই বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিরাজগঞ্জ স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপ-সচিব) মোহাম্মদ তোফাজ্জল হোসেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাজীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী, কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত, এলজিএসপির জেলা সমন্বয়ক মোহাম্মদ আক্তারুজ্জামান।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন। দরিদ্র ও মেধাবী ছাত্রীরা বাইসাইকেল পেয়ে আনন্দে খুশি মনে বাড়ী ফিরছেন।