কাজিপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজুর বহিষ্কারাদেশ প্রত্যাহার
![](https://kolomerbatra.com/wp-content/uploads/2023/09/received_865414601771778-700x390.jpeg)
কাজিপুর উপজেলা ছাত্র লীগের সভাপতি রাজু আহমেদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ। গত ৯ সেপ্টেম্বর এসংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা যায়, নিজ আবেদনের প্রেক্ষিতে মোঃ রাজু আহমেদ (সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, কাজিপুর উপজেলা শাখা, সিরাজগঞ্জ) এর উপর আরোপিত বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সভায় গ্ৰহণ করা হয়।
এর আগে গত ১৫ জানুয়ারি (শনিবার) ২০২২ ইং তারিখ বিকেলে পূর্বশক্রতার জেরে কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহীদ সরোয়ারকে নিজ গ্রাম গান্দাইলে মারধরের ঘটনা ঘটলে উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহম্মেদসহ চারজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয়ে আরও ৫-৬জনকে আসামি করে মামলা দায়ের করে আহতের পরিবার। পরদিন রবিবার (১৬ জানুয়ারি-২০২২) সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহম্মেদ উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজুসহ পাঁচ ছাত্র নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেয়, পরবর্তীতে তাদের বিরুদ্ধে বহিষ্কারাদেশ জারি করা হয়।