কামারখন্দে দরবার শরীফের সম্পদ আত্মসাতের চেষ্টা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের কামারখন্দে আফজাল নগর দরবার শরীফের সম্পদ আত্মসাতের চেষ্টা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে এলাকার চিহ্নিত বালু দস্যু ও প্রতারক এস এম আব্দুল আলীমের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন দরবার শরীফের প্রয়াত পীর মুফতি খাজা গোলাম আম্বীয়ার বড় ছেলে শানে খোদা ওরফে মামুন ও তার পরিবার ।
মঙ্গলবার বিকেলে কামারখন্দ উপজেলার কাটাখালি বাজারে দরবার শরীফে এ সংবাদ সম্মোলন করা হয়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শানে খোদা ওরফে মামুনের বক্তব্যে বলেন, আফজাল নগর দরবার শরীফের প্রয়াত পীর মুফতি খাজা গোলাম আম্বীয়া
আমার বাবা আমার বাবা জীবিত থাকা অবস্থায় দরবার শরীফের মাজার মসজিদের মাকেট প্রতিষ্ঠা করে। তিনি মারা যাওয়ার প্রায় তিন বছর পর এলাকার লম্পট চরিত্রহীন আব্দুল আলীম আমাদের সম্পত্তি গ্রাস করার জন্য আমার মা কাজল রেখাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে আমাদের ঘরে থাকা নগদ ২০ লক্ষ্য টাকা ও ২০ ভড়ি স্বর্ণ অলঙ্কার নিয়ে পালিয়ে যায়।
পরে জানতে পারি লম্পট বালু দস্যু আলিম আমার মাকে বিয়ে করেছে। বিয়ে করার পর থেকে আমার বাবার সম্পত্তি দখলে নেওয়ার চেষ্টা করছে। এবং নিজেকে আমার বাবার দরবারের খাদেম দাবি করেছেন।
সেই পরিকল্পনাকে বাস্তবতায়ন করার জন্য বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে বিভিন্ন ভাবে হয়রানি ও তার নিজস্ব গুন্ডা বাহিনী দিয়ে বিভিন্ন সময় ভয়ভীতি দেখাচ্ছে ও হুমকি দামকি দিয়ে আসছেন। আমার বাবা জীবিত থাকা অবস্থায় দরবারের খাদেম হিসাবে আমার ছোট ভাই কুদরতউল্লাকে খাদেম হিসাবে ওসিয়ত করে গিয়েছেন।
এদিকে আব্দুল আলিম আমাদের পরিবারের ৮ জন সদস্যকে উদ্দেশ্য মূল্যক ভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছেন।
এ অবস্থায় আমি আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আমাদের নামে মিথ্যা মামলা ও হয়রানি প্রত্যাহারের দাবি জানাচ্ছি ও আমার বাবার সম্পত্তি রক্ষাতে আমাদের জীবনের নিরাপত্তার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। সেই সাথে আমি এই মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ভুক্তভোগীর চাচতো ভাই, বেল্লা হোসেন, রিপন শেখ, গ্রামের বয়োজ্যেষ্ঠ মুরুব্বি, মুরুব্বি আব্দুল হাইসহ মাজারের ভক্তবৃন্দগন।