শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৩:২২ অপরাহ্ন

কারিগর খারাপ ব্যবহার করায় ভাঙ্গা হয় প্রতিমা,আটক দুই কিশোর

নিজস্ব প্রতিবেদক / ১৪৬ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

গাজীপুরের কাশিমপুরে স্বারদীয় দুর্গাপুজার জন‌্য তৈ‌রি কয়েকটি প্রতিমা ভাংচুর ঘটনায় দুই কিশোরকে আটক করেছে পুলিশ। গত বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধার দিকে মহানগরীর  কাশিমপুর নামা বাজার এলাকার অগ্রগামী যুব সংঘের আয়োজনে পুজামন্ডপে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ১৮ সেপ্টেম্বর অজ্ঞাত আসামি করে অগ্রগামী যুব সংঘের ও পূজা উৎযাপন কমিটির সভাপতি প্রবীর দত্ত বাপ্পা কাশিমপুর থানায় একটি মামলা দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান। তিনি বলেন, আটক দুই কিশোরকে আদালতে পাঠানো হবে।
আটককৃতরা হলো,রাকিব হাসান পাটোয়ারী ওরফে রাকিব (১৩) ও মোঃ নাজমুল ইসলাম ওরফে নাজমুল (১৩)।
তিনি জানান, অভিযুক্তরা প্রতিমা তৈরীর কাজ দেখতে গেলে প্রতিমা তৈরীর কারিগরেরা তাদের সাথে খারাপ ব্যবহার করে এবং দূরে চলে যেতে বলে। কারিগরদের ব্যাবহারে রাকিব এবং নাজমুল ক্ষিপ্ত হয় এবং প্রতিমা ভাঙ্গার সিদ্ধান্ত নেয়।
তিনি আরও বলেন,কাশিমপুর নামা বাজার এলাকার অগ্রগামী যুব সংঘের আয়োজনে পুজামন্ডপে নির্মাণাধীন প্রতিমাগুলো তীপাল দিয়ে ঢাকা ছিলো। পাহারার ব্যবস্থা বা সিসি ক্যামেরা ছিল না। ভাংচুরেরর ঘটনার খবর পেয়ে জিএমপি’র অপরাধ দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন।
অগ্রগামী যুব সংঘের ও পূজা উৎযাপন কমিটির সভাপতি প্রবীর দত্ত বাপ্পা বলেন,পুজামন্ডপে তৈ‌রি করা দেবী দুর্গার হাত, গণেশের শুর, কা‌র্তিকের মাথা, অশুর হাত ও লক্ষীর মুখমণ্ডল ভেঙ্গে রাখা  হয়েছিল ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর