সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
লালমনিরহাটে বিএনপি’র নেতার বিরুদ্ধে দোকান ভাংচুরের অভিযোগ জয়পুরহাটে রুটি বানানোর কারিগরের রডের আঘাতে ওয়েটারের মৃত্যু সোনারবাংলা ইয়ুথ ক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত যশোার সরকারি মুরগি খামারে বার্ডফ্লু শনাক্ত হওয়ায় সর্বত্র সতর্কতা ভাঙ্গুড়ায় বৃদ্ধকে পিঠে ছুরি বসিয়ে দিল যুবক বেনাপোলে ঈদে আমদানি বন্ধ থাকায় ফলের দাম বেড়েছে ছুটি শেষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু কুড়িগ্রামের চিলমারি ব্রহ্মপুত্র নদে সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমীর স্নানে লাখো পূর্ণার্থীর ভিড় সুজানগরে ঘুরতে গিয়ে পদ্মা নদীতে নৌকা ডুবে স্বামী-স্ত্রীর মৃত্যু সুন্দরগঞ্জে বরপক্ষকে ঠান্ডা ভাত দেয়ায় সংঘর্ষ ভাংচুর

কুড়িগ্রামে ছে‌লের ওষুধ আন‌তে গি‌য়ে টাক্টর চাপায় প্রাণ হারা‌লেন শিক্ষক

মোঃ বুলবুল ইসলাম, কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধিঃ / ১৬৮ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩

কু‌ড়িগ্রাম শহ‌রের ত্রিমোহনী বাজা‌রের কা‌ছে বালুবাহী ট্রাক্টর চাপায় এক স্কুল শিক্ষক নিহত হ‌য়ে‌ছেন। শুক্রবার (৭ এ‌প্রিল) বেলা সোয়া ১১ টার দি‌কে এ দুর্ঘটনা ঘ‌টে। সদর থানার অ‌ফিসার ইনচার্জ (ও‌সি) খান মো.শাহ‌রিয়ার এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

নিহত স্কুল শিক্ষ‌কের নাম আঃ রহমান রাজু (৪৮)। তি‌নি জেলার উ‌লিপুর উপ‌জেলার ধরণীবা‌ড়ী ইউ‌নিয়‌নের মধুপুর আকন্দপাড়া গ্রা‌মের মজাহার আলীর ছে‌লে। নিহত রাজু একই উপ‌জেলার ধামশ্রেনী ইন্দিরাপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হি‌সে‌বে কর্মরত ছিলেন ব‌লে জানা গে‌ছে।

প্রত‌্যক্ষদর্শী‌ ও পু‌লিশ জানায়, শুক্রবার দুপু‌রে রাজু মোটরসাই‌কেল যো‌গে রংপুর-কু‌ড়িগ্রাম মহাসড়‌ক ধ‌রে কু‌ড়িগ্রাম শহ‌রে প্রবেশ কর‌ছি‌লেন। কু‌ড়িগ্রাম শহ‌রের ত্রিমোহনী বাজা‌র এলাকায় পৌঁছা‌লে আরেক মোটরসাই‌কেল চাল‌কের সা‌থে ধাক্কা লে‌গে সড়‌কে প‌ড়ে যান রাজু।

একই সময় শহর থে‌কে ত্রিমোহনীমুখী এক‌টি বালুবাহী ট্রাক্টর সড়‌কে তা‌কে চাপা দি‌লে ঘটনাস্থ‌লেই রাজু মারা যান। ট্রাক্টর দ্রুত ঘটনাস্থল ত‌্যাগ ক‌রে। প‌রে স্থানীয়দের সহায়তায় পু‌লিশ মর‌দেহ উদ্ধার ক‌রে। খবর পে‌য়ে শহ‌রে থাকা রাজুর স্ত্রী ও স্বজনরা ঘটনাস্থ‌লে পৌঁছা‌লে এক মর্মস্পর্শী পরি‌স্থি‌তির সৃ‌ষ্টি হয়।

প‌রিবা‌রের বরাত দি‌য়ে রাজুর স্কু‌লের প্রধান শিক্ষক রেজাউল ক‌রিম ব‌লেন, রাজু সকা‌লে তার স্ত্রী সহ কু‌ড়িগ্রা‌মে গি‌য়ে‌ছি‌লেন। সেখা‌নে আত্মীয়‌য়ের বা‌ড়ি‌তে স্ত্রী‌কে রে‌খে মোটরসাই‌কেল নি‌য়ে রাজারহাট উপ‌জেলার ছিনাই এলাকায় ছে‌লের জন‌্য হো‌মিও মে‌ডি‌সিন আনার জন‌্য গি‌য়ে‌ছি‌লেন। ফেরার প‌থে দুর্ঘটনায় মারা যান তি‌নি। ছে‌লের ওষুধ আন‌তে গি‌য়ে নি‌জের প্রাণ হারা‌লেন তি‌নি।

ও‌সি খান মো. শাহরিয়ার ব‌লেন, মর‌দেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। এ ব‌্যাপা‌রে আইনগত ব‌্যবস্থা নেওয়া হ‌চ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর