গাইবান্ধায় ৬ শিক্ষকের রাজকীয় বিদায়
মাইদুল ইসলাম মারুফ গাইবান্ধা:
গাইবান্ধায় দীর্ঘদিনের শিক্ষকতা পেশা শেষে অবসরে গেলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছয় শিক্ষক। এই ছয় শিক্ষকদের এক আবেগঘন বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে প্রাথমিক শিক্ষা পরিবার।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ওই ছয় শিক্ষকের রাজকীয় এবং সম্মানজনক এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজন করে জেলার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ক্লাস্টারের প্রাথমিক শিক্ষা পরিবার। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানটি সাদুল্লাপুরের কামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে আয়োজিত হয়।
শিক্ষকতা থেকে বিদায় গ্রহণকারী ৬ শিক্ষক হলেন, মো. হাফিজুর রহমান, আবু বকর সরকার, প্রতিমা রানি চক্রবর্ত্তী, মোজাম্মেল হক, মো. এনামুল হক ও বিধান চন্দ্র বর্মণ। বিদায় গ্রহণকারী এই ছয় শিক্ষক একই ক্লাস্টারে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।
তাদের মধ্যে মো. হাফিজুর রহমান পূর্ব প্রতাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আবু বকর সরকার, খামার দশলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, প্রতিমা রানি চক্রবর্ত্তী নলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, মোজাম্মেল হক, পশ্চিম মন্দুয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, মো. এনামুল হক কিশামত হামিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বিধান চন্দ্র বর্মণ প্রতাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
বিদায় অনুষ্ঠানে সহকারী শিক্ষা অফিসার খাইরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নবেজ উদ্দিন সরকার।
এসময় বিদায়ী শিক্ষকরা তাঁদের দীর্ঘ শিক্ষাজীবনের স্মৃতি তুলে ধরতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন। অনেকেই অশ্রুসিক্ত চোখে শিক্ষকতা জীবনের শেষ অধ্যায়কে বিদায় জানান। যা বিদায়ী শিক্ষকদের প্রতি সম্মান ও শ্রদ্ধার এই আয়োজন সকলকে আবেগাপ্লুত করে তোলে। এমন আয়োজন শিক্ষকতা জীবন শেষ করলেও তাঁদের শিক্ষা ও স্মৃতি চিরকাল শিক্ষার্থীদের মনে অমলিন হয়ে থাকবে।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য, রাখেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এসএম আরশাদ ও সোনালি সরকার, সাদুল্যাপুর উপজেলা শিক্ষা অফিসার শম্ভু চরণ দাস, সদর উপজেলা শিক্ষা অফিসার জাকিরুল হাসান, শিক্ষক ফাতেমা খাতুন এবং বিদায়ী শিক্ষক আবু বকর সরকার ও মো. এনামুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক আনিছুর রহমান।
অনুষ্ঠানের শেষ পর্বে বিদায়ী শিক্ষকদের উত্তরীয় পরিয়ে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়। পরে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সংগীত পরিবেশন করেন।