শিরোনামঃ
গাজীপুরের কোনাবাড়ীতে ইয়াবাসহ আটক-৩
গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ীতে ইয়াবা সহ তিন যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ জুলাই) রাত পৌনে দশটায় তাদেরকে কোনাবাড়ী থানাধীন জরুন এলাকা থেকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটকৃতরা হলেন, রাজশাহী জেলার পবা থানার
পারিলা গ্রামের মৃত মোজাহার সরকারের ছেলে
সাইদুল সরকার (৫০),গাজীপুরের বাসান থানার
কালাকৈর গ্রামের আসানন্দ মন্ডল এর ছেলে
উজ্জ্বল মন্ডল ওরফে কার্তিক (৩৩) এবং একই এলাকার ইসমাইল হোসেনের ছেলে রুবেল সরকার (২৫)।
শুক্রবার (৭ জুলাই) সকালে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ কে এম আশরাফ উদ্দিন জানান, মাদক বিক্রির গোপন সংবাদ পেয়ে থানার এস আই আবু সাইদ সঙ্গীয় ফোর্স নিয়ে কোনাবাড়ী থানাধীন জরুন এলাকায় ইসমাইল পাঠান স্কুল এন্ড কলেজের পিছনে অভিযান চালিয়ে একশত১৫ পিচ ইয়াবাসহতিনজনকে আটক করে।
তিনি আরো জানান,দীর্ঘদিন ধরে তারা কোনাবাড়ী থানা এলাকাসহ বিভিন্ন এলাকায় মাদক ক্রয়বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর