বুধবার (১৯ জুলাই) সকাল থেকে বিকেল ৪ টা পর্যন্ত গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক মজনুন ইশতি এর নেতৃত্বেএই অভিযান পরিচালনা করা হয়।
এসময় অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে পাঁচজনকে
২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে ১১ টি বহুতল ভবনের ২২০ টি চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জব্দ করা হয় অবৈধ রাইজার, পাইপসহ বিভিন্ন মালামাল।
তিতাসগ্যাস ট্র্যান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির বিপণন শাখার পোকৌশলী মোহাম্মদ মোস্তফা মাহমুদ জানান,যারা অবৈধ ভাবে গ্যাস সংযোগ গ্রহণ করেছেন এবং যারা এলাকার সাধারণ মানুষকে গ্যাসের প্রলোভন দেখিয়ে অনাকাঙ্ক্ষিত গ্যাস দূর্ঘটনার দিকে ঠেলে দিয়েছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখন থেকে গাজীপুর জেলা প্রশাসনের সহয়তায় মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান অভিযান অব্যাহত থাকবে।
এসময় আরো উপস্থিত ছিলেন- তিতাসগ্যাস ট্র্যান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির বিপণন চন্দ্রা শাখার উপব্যবস্থাপক প্রকৌশলী রায়হান কবির, সহকারী প্রকৌশলী মোঃ মাসুদ বিন ইউসুফ ,উপসহকারী প্রকৌশলী মো.নূর নবী,সহকারী ব্যাবস্থাপক সাইজুল ইসলাম, সহকারী কর্মকর্তা রাজস্ব সফিকুল আলম,ও মিজানুর রহমানস অন্যান্য কর্মকর্তা-কর্মচারবৃন্দ উপস্থিত ছিলেন ।
এছাড়াও উক্ত অভিযানে গাজীপুর মেট্রোপলিটন
পুলিশের সদস্য ও ব্যাটিলিয়ন আনসার সদস্যরা সহয়তা করেন।