রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে দুর্নীতিবাজ ভূমি কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বারি’তে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ব্রিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত ভাষা শহীদদের প্রতি নিসআ’র গাজীপুর মহানগর শাখার শ্রদ্ধা নিবেদন সলঙ্গায় আহত রিয়াজকে দেখতে গেলেন বিএনপি নেতা আমিরুল বিভাগীয় ন্যাশনাল ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন বেতাগীর খাইরুল ইসলাম মুন্না বেস্ট অর্গানাইজার এওয়ার্ড পেলেন আপেল রাজশাহীতে এনজিও ফেডারেশনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন টায়ার এর মধ্যে থেকে ফেনসিডিল উদ্ধার লাইট হাউজ এর উদ্দ্যেগে কুড়িগ্রামে দুযোর্গকালীন সময়ে নারী ও কিশোরীদের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা ও মানসিক স্বাস্থ্য সেবা বিষয়ক প্রশিক্ষণ

গাজীপুরে কলেজ ছাত্রকে খুনের ঘটনায় ৫ ডাকাত গ্রেফতার

গাজীপুর প্রতিনিধিঃ / ১৮৪ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২৫ মার্চ, ২০২৩

গাজীপুর মহানগরীর দক্ষিণ সালনা মোল্লাপাড়া এলাকায় মাহিউস সুনান চৌধুরী (১৯) নামে এক কলেজ ছাত্রকে হত্যার ঘটনায় ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৫ মার্চ) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার  (ডিবি-মিডিয়া) মো: ইব্রাহিম খান সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।
গ্রেফতারকৃরা হলেন,ময়মনসিংহ জেলা ত্রিশাল থানার পোড়াবাড়ি গ্রামের আব্দুল ছালামের ছেলে আবু তাহের(২৯),মহানগীর দক্ষিণ সালনা মোল্লাপাড়া গ্রামের মৃত সামরুদ্দিনের ছেলে মফিজউদ্দিন ওরফে মফু (৩৭), উত্তর সালনা পালোয়ান পাড়া গ্রামের আব্দুল নুরুল ইসলাম পালোয়ানের ছেলে খোকন মিয়া (৩০),দক্ষিণ সালনা মিয়াপাড়া গ্রামের হাবিবুল্লাহ ছেলে  আজিজুল হাকিম(২৮) এবং দক্ষিণ সালনা মোল্লাপাড়া কলেজ মাঠ এলাকার মৃত আঃ হাকিমের ছেলে আব্দুল মালেক(৩২)।
এসময় উপ-পুলিশ কমিশনার মো: ইব্রাহিম খান জানান, গত ১২ মার্চ রাতে গাজীপুর সিটি কর্পোরেশনের দক্ষিণ সালনা মোল্লাপাড়া এলাকার মেহজাবিন আক্তারের বাড়িতে সাত থেকে আট জনের ডাকাত দল হানা দেয়। পরে ডাকাতরা জানালার গ্রিল কেটে মেহজাবিন আক্তারের ছেলে মাহিউস সুনান চৌধুরী কক্ষে প্রবেশ করেন। ডাকাতদলের উপস্থিতি টের পেয়ে ওই কলেজছাত্র চিৎকার শুরু করলে ডাকাতরা তার হাত পা ও মুখ বেঁধে গলায় চাদর পেচিয়ে বালিশ চাপা দিয়ে হত্যা করে।
পরে মেহজাবিন আক্তার এর কক্ষ থেকে ডাকাতরা নগদ ২৫ হাজার টাকা ৬ লাখ ৭৫ হাজার ৫০০ টাকা মূল্যের স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মেহজাবিন তার ছেলেকে খুনসহ ডাকাতির ঘটনায় ৬/৭ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। এরপর পুলিশ তথ্যপ্রযুক্তির মাধ্যমে গত ২২ মার্চ ঢাকা খিলক্ষেত থেকে আবু তাহেরকে গ্রেপ্তার করে। তাকে জিজ্ঞাসাবাদ ও তার দেওয়া তথ্যমতে মেহজাবিন আক্তারের বাড়ীর পাশের ধানক্ষেত থেকে জানালার গ্রিল কাটায় ব্যবহৃত একটি লোহার কাটার উদ্ধার করা হয়। এছাড়া তার দেওয়া তথ্যের ভিত্তিতে গত ২৪ মার্চ অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে অপর চারজনকে গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতার দুই জনের কাছ থেকে ৫ হাজার টাকা করে লুণ্ঠিত মোট দশ হাজার টাকা উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর