শনিবার, ০১ মার্চ ২০২৫, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কোনাবাড়ীতে আবাসিক হোটেল থেকে ২ নারীসহ ১৬ জনকে আটক করেছে পুলিশ ভুরুঙ্গামারীতে চর বিষয়ক মন্ত্রাণালয়ের দাবীতে মানববন্ধন ‎উপজেলা প্রকৌশলীদের উপর হামলা ও হুমকির প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কাজিপুরের লাইসিয়াম স্কুল এন্ড কলেজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত  লালমনিরহাট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শ্যামল ও সাবেক ছাত্রলীগ নেতা আটক! জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি নিয়ে দুপক্ষের  পাল্টাপাল্টি কর্মসূচী কুড়িগ্রামে ‘’ফ্রেন্ডশিপ ডিসএবিলিটি প্রোগ্রাম’’ এর এডভোকেসি সভা অনুষ্ঠিত কোনাবাড়িতে ইয়াবাসহ গ্রেফতার-১ লফস’র আয়োজনে খেলার মাঠ,পার্ক ও উম্মুক্ত স্থানের বাজেট বরাদ্দ বিষয়ক আলোচনা সভা

গাজীপুরে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি গ্রেপ্তার-৭ 

নিজস্ব প্রতিবেদকঃ / ১০৮ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩

গোয়েন্দা (ডিবি) পুলিশ সেজে ব্যাটারীর গুদামে ঢুকে লোকজনকে জিম্মি করে নগদ টাকা ও গুদামের মালামাল লুট করার অভিযোগে আন্ত:জেলা ডাকাত চক্রের ৭ জনকে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর পুলিশ। এসময় তাদের কাছ থেকে লুন্ঠিত ১০৩টি অটো রিক্সার ব্যাটারী এবং ডাকাতি কাজে ব্যবহৃত সরঞ্জাম ও ৬টি ককটেল উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, আরিফুল ইসলাম সোহানুর ওরফে সোহান (৩০), মমিনুল ইসলাম ওরফে মমিন ওরফে রুপচান (৩৫), বিল্লাল ওরফে নজরুল (৪০), মো: শফিকুল ইসলাম (৩২), মো: রুবেল (২৯), মো: জাকির হোসেন (৪২), মিজানুর রহমান (৫৭)। তাদের বিরুদ্ধে গাজীপুর ও ঢাকায় বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।

শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন গাজীপুর মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার মো: ইব্রাহিম খান।

তিনি জানান, গত ৬ এপ্রিল গাজীপুর মহানগরীর সদর থানাধীন দেশীপাড়া এলাকায় জ্যাক ব্যাটারীর গোডাউনে একটি ডাকাতি সংঘটিত হয়। গোডাউনের কর্মচারীরা ইফতারী গ্রহণ শেষে গোডাউনের ভিতরে বিশ্রাম নেওয়ার সময় অজ্ঞাতানামা ৮/১০ জন লোক গোডাউনের গিয়ে নিজেদেরকে ডিবি পুলিশ পরিচয় দেয়। খুনের আসামী সনাক্ত করার জন্য ডাকাতরা গোডাউনে কর্মরত প্রত্যেক কর্মচারী জিগ্যাসাবাদ করবে বলে সকলের মোবাইল ফোন নিয়ে নেয় এবং কৌশলে সকল কর্মচারীকে গোডাউনের একটি কক্ষে নিয়ে পুরাতন কাপড় ও রশি দিয়ে হাত- পা বেধে ফেলে। পরে গোডাউনের ভিতরে একটি ট্রাক নিয়ে অটোরিক্সা ও আইপিএসের পুরাতন পরিবর্তনযোগ্য ব্যাটারী ট্রাকে তুলে নেয়। এছাড়াও গোডাউনে থাকা ১৩৯টি পুরাতন পরিবর্তনযোগ্য ব্যাটারী, নগদ ৩ লক্ষ টাকা, কর্মচারীদের ব্যবহৃত ১৪টি মোবাইল ফোন, সিসিটিভি ক্যামেরার ডিভিআর ১টিসহ আনুমানিক ১৮ লক্ষ টাকার মালামাল ডাকাতি করে নিয়ে যায়।

তিনি আরও জানান, এ ঘটনায় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি করার অভিযোগে অজ্ঞাতনামা ০৮/১০ জনের বিরুদ্ধে মামলা রুজু হয়। সদর থানার একাধিক টিম নিরলসভাবে তথ্য প্রযুক্তির বিশ্লেষণ করে ডাকাতদের সনাক্ত করে ১৪ এপ্রিল বিকালে গাজীপুর মহানগরীর টঙ্গী কলেজ গেইট এলাকা হতে আসামী মিজানুরকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে রাজেন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে পুলিশ মুল হোতাসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়।

ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জিএমপির উপ পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) আবু তোরাব মো: সামসুর রহমান, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার রেজওয়ান আহমেদ প্রমুখ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর