শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পৌর বিএনপির কাউন্সিলে সভাপতি রফিকুল সম্পাদক, সাইদুল, সাংগঠনিক মোতালেব পাবনায় জন্মদিনে সড়ক দুর্ঘটনা শিশুর মৃত্যু গাজীপুরে নাশকতা ও বাস পোড়ানো মামলায় গ্রেফতার-৩৩ ব্যবসায়ীকে অপহরণ পরে মিথ্যা প্রতরনা মামলায় ফাঁসলেন জয়দেবপুর থানার ওসি হালিম,তদন্ত শুরু শান্তিরহাট জামে মসজিদে চরহাজারী কল্যাণ ফাউন্ডেশনের অনুদান প্রদান গাইবান্ধায় ৬ শিক্ষকের রাজকীয় বিদায় টঙ্গীতে কারখানায় টিফিন খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ অরক্ষিত রেল ক্রসিংয়ে প্রাণ গেলো দুই মোটরসাইকেল আরোহীর বেড়ায় বন্ধের পথে ক্ষুদ্র বেকারি শিল্প ফুলবাড়ীতে কম্বল বিতরণ করলেন শিক্ষাবিদ ও সাংবাদিক শফিকুল ইসলাম বেবু

গাজীপুরে নাশকতা ও বাস পোড়ানো মামলায় গ্রেফতার-৩৩

রিপোর্টারের নাম : / ২২ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫

গাজীপুর জেলা প্রতিনিধিঃ গাজীপুরের কাশিমপুরে গ্রামীণ ফেব্রিকস এন্ড ফ্যাশনস লিমিটেডে কারখানায় আগুন দেওয়ার

ঘটনায় আরও ৩০ জন এবং বাস পোড়ানো মামালায় ৩ জনসহ মোট ৩৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম। তিনি বলেন, আজ ভোরে চক্রবর্তী এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (২৪ জানুয়ারি) তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে গেল বুধবার রাতেই চারজনকে গ্রেফতার করা হয়। গ্রামীণ  ফেব্রিকস এন্ড ফ্যাশনস লিমিটেডে এর ব্যবস্থাপক (এডমিন) জিএম তরিকুল ইসলাম বাদি হয়ে কাশিমপুর থানায় ১৪ জনের নাম উল্লেখ করে আরও ৪শ থেকে ৫শ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা রুজু করেন।

এছাড়াও বাস পোড়ানো মামালায় বাসের মালিক হাবিবুল্লাহ আকন্দ  ২শ থেকে ৩শ জনকে আসামি করে একটি মামলা রুজু করেন। ওই আজ ভোরে চক্রবর্তী এলাকা থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়।

প্রসঙ্গত গেল বুধবার বেক্সিমকো শিল্পপার্কের শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারী তাদের বন্ধ কারখানাগুলো খুলে দেওয়ার দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের পর একপর্যায়ে কিছু যানবাহনে আগুন লাগিয়ে দেয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে রাত পৌনে আটটার দিকে সড়কের যান চলাচল স্বাভাবিক হয়।

কিন্তু, এরমধ্যেই ‘গ্রামীণ ফেব্রিকস’ নামের একটি কারখানার পাঁচতলা ভবনের নিচতলায় অগ্নিসংযোগ করে উত্তেজিত শ্রমিকদের একটি অংশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর