শিরোনামঃ
গাজীপুরে বিদেশি মদসহ আটক-২
গাজীপুর সিটি করপোরেশন এর কোনাবাড়ীতে বিদেশি মদসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। এই বিষয়ে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন পুলিশ। মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে কোনাবাড়ী আমবাগ রোডের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৯ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
আটকৃতরা হলেন, কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার নাচিন্দা গ্রামের মোজাফফর আলীর ছেলে সিরাজুল ইসলাম (৩০) এবং রংপুর জেলার পিরগাছা থানার রাম চন্দ্র গ্রামের হাসান আলীর ছেলে রাব্বি হাসান (২৮)।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার সহকারী পুলিশ পরিদর্শক (এ এস আই) রুহুল আমিন জানান,এ এস আই রানু খন্দকার ও এ এস আই স্বপন মিয়াসহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কোনাবাড়ী আমবাগ রোডের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। তিনি বলেন এসময় তাদের কাছ থেকে ৯ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর