গোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রাধানগর ইউনিয়ানের লেবুডাঙ্গা খামার গ্রামে নিজ বাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আপন আলী (২৩) নামে এক যুবক মৃত্যু হয়েছে। সে লেবুডাঙ্গা খামার পাড়া গ্রামের একরামের ছেলে।
শনিবার সকাল ১০ টার দিকে বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় রহনপুর স্বাস্থ্যকমপ্লেক্সে আনা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ দিলীপ কুমার দাস জানান, নিজ বাসায় বৈদ্যুতিক কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হন আপন আলী।আশঙ্কাজনক অবস্থায় রহনপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।