চাঁপাইনবাবগঞ্জে বড় ভাইয়ের অস্ত্রের আঘাতে ছোট ভাই খুন
![](https://kolomerbatra.com/wp-content/uploads/2023/09/received_176082645470519-700x390.jpeg)
চাঁপাইনবাবগঞ্জে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন ছোট ভাই সাদিকুল ইসলাম (৩২) নামের এক ব্যক্তি।
নিহত সাদিকুল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের শ্রীরামপুর এলাকার আফসার আলীর ছেলে।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাতে সাদিকুল ইসলামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর বড় ভাই শফিকুল ইসলামকে আটক করেছে চাঁপাইনবাবগঞ্জ থান পুলিশ। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, পাওনা টাকা’কে কেন্দ্র দুই ভাইয়ের মধ্যে কলহ চলছিল। বৃহস্পতিবার রাতে এনিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটা-কাটি হয়, এর এক পর্যায়ে বড় ভাই শফিকুল ইসলাম দেশি অস্ত্র দিয়ে ছোট ভাইকে আঘাত করলে ছোট ভাই গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন গুরুতর অবস্থায় ২৫০ শয্যাবিশষ্ট জেলা হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাদিকুলকে মৃত ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানা যায়, মরদেহটি উদ্ধার করে হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। (ওসি) আরো জানান, ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে শফিকুলকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।