জুলেখা সিদ্দিকীর ৪৮ তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল হক, লালমনিরহাট: মরহুমা জুলেখা সিদ্দিকীর আজ ৪৮ তম মৃত্যুবার্ষিকী। জুলেখা সিদ্দিকী লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার কেরানীপাড়ার সম্ভ্রান্ত পরিবারের বিশিষ্ট দানবীর ও সমাজ সেবক মরহুম আব্দুল জলিলের একমাত্র কন্যা।
তাঁর মৃত্যুবার্ষিকীতে দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন তাঁর সন্তানেরা।
রত্নগর্ভা জুলেখা সিদ্দিকী দুই মেয়ে এবং তিন ছেলে রেখে ৪৮ বছর আগে ২২ জানুয়ারি ১৯৭৭ সালে মৃত্যুবরন করেছেন।
তাঁর সন্তানদের মধ্যে ঢাকার ঐতিহ্যবাহী লালমাটিয়া মহিলা কলেজের প্রাক্তন প্রিন্সিপাল, মাহাবুবা সিদ্দিকী, সানবীমস ইংলিশ মিডিয়াম স্কুল এর সিনিয়র শিক্ষিকা সুফিয়া সিদ্দিকী, সোনালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর জিয়াউল হাসান সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা ও সফল ব্যবসায়ী মাহমুদুল হাসান সিদ্দিকী, সাবেক ব্যাংকার ও ঔপন্যাসিক কামরুল হাসান সিদ্দিকী।
মায়ের মৃত্যুবার্ষিকীতে সন্তান জিয়াউল হাসান সিদ্দিকী মাকে নিয়ে একটি খোলা চিঠি লিখেছেন। সেখানে তিনি উল্লেখ করেন, আজ আমাদের প্রিয় মা জুলেখা সিদ্দিকীর ৪৮ বছর মৃত্যুবার্ষিকী। আমার বাবা রহিম উদ্দিন সিদ্দিকী আর আমাদের মা, তারাই আমাদের জীবনের মূল স্তম্ভ ছিল। আমাদের মা লেখা পড়া তথা উচ্চ শিক্ষা গ্রহনে মূল ভূমিকা পালন করতেন, মানবিক গুনাবলী সম্পন্ন সৎ মানুষ হতে মা আমাদেরকে সর্বদা অনুপ্রেরনা যুগিয়েছেন।
তিনি ছিলেন আলোক বর্তিকা স্বরুপ প্রতিটি সাফল্যের পেছনের শক্তি। শ্রদ্ধেয় আব্বা ও মা, আপনারা আমাদের যা দিয়েছেন তার ঋণ কোনদিন শোধ করা যাবেনা। ভালোবাসা এবং প্রজ্ঞাময় উত্তরাধিকার রেখে একই সাথে আছেন। আপনারা চিরকাল আমাদের হৃদয়ে বেঁচে থাকবনে। আল্লাহ সুবাহানাওতায়ালা তাদের জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসাবে কবুল করুন। আমিন। সকলের নিকট দোয়া প্রার্থণা করছি।