জয়পুরহাটের পাঁচবিবিতে এ্যাম্পলসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
জয়পুরহাটের পাঁচবিবি এলাকা থেকে ৩৫০ পিচ এ্যাম্পল উদ্ধারসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার আটাপাড়া গোপালপুর ব্রিজের উপর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলেন, ওই উপজেলার উচনা গ্রামের দেলোয়ার ইসলাম দিলুর ছেলে আসাদুল(৩০)।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মেহেদী হাসানসহ সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করেছে।
গ্রেপ্তারকৃতর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।