জয়পুরহাটে অভিভাবক সমাবেশ
জয়পুরহাট রওজাতুল কুরআন মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও ১ম সেমিস্টার পরিক্ষার ফলাফল প্রকাশ-২০২২ এবং ২০১৯ সেশনের বৃত্তি প্রাপ্তদের ও সেশনের মেধাবী ছাত্র/ ছাত্রীদের ক্রেস্ট প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (০২ জুন) সকাল ১০ টায় হাজি বদর উদ্দীন রোড, প্রফেসরপাড়ায় সাবেক জয়পুরহাট ক্যাডেট মাদ্রাসা বর্তমান রওজাতুল কুরআন মাদ্রাসার মাঠে এ আয়োজন করা হয়।
উক্ত প্রতিষ্ঠানের পরিচালক মাশরেকুল আলমের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীপক কুমার বণিক।
বিশেষ অতিথিরা হলেন, গাইনী বিশেষজ্ঞ ডাক্তার পারভিন আক্তার, ডেন্টাল সার্জন এম আই হাসান, প্রভাষক মাওলানা মাহমুদুল হাসান, পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাসিবুল আলম লিটন।
এছারাও উপস্থিত ছিলেন আমদই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম রব্বানী, সাংবাদিক সুলতান মাহমুদসহ অত্র মাদ্রাসার ছাত্র ছাত্রীদের অভিভাবক বৃন্দরা।