ঝিকরগাছায় মোর্শেদ ব্রাদার্স তেল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা
মনির হোসেন বেনাপোল প্রতিনিধিঃ যশোরের ঝিকরগাছা উপজেলা মোড়ে অবস্থিত মেসার্স মোর্শেদ ব্রাদার্স তেলপাম্পে তেল কম দেওয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঝিকরগাছা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নাভিদ সারোয়ার এর নেতৃত্বে একটি মোবাইল টিম
শনিবার (১৪ ডিসেম্বর) বেলা ১২ টায় এই অভিযান পরিচালনা করেন।
প্রত্যক্ষদর্শীর বিবরণে জানা যায়, ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের রঘুনাথনগর গ্রামের মেহেদী হাসান শনিবার সকালে মোর্শেদ ব্রাদার্স তেল পাম্প থেকে ১২৫০ টাকার পেট্রোল কেনেন। তেল নেওয়ার পর তার সন্দেহ হয় যে তেল কম আছে। বিষয়টি তিনি তেল পাম্প এর ম্যানেজার মোঃ ফারুক হোসেন কে জানালে তিনি বিষয়টি এড়িয়ে যান এবং তেল কম দেওয়ার অভিযোগ অস্বীকার করেন। এই নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে সেখানে অনেক লোক জমা হয় এবং জনগণের চাপে তেলপাম্প কতৃপক্ষ তেল মাপতে বাধ্য হয়। তেল মাপার পর দেখা যায় যে পরিমাণ তেল দেওয়ার কথা তার থেকে প্রায় দেড় লিটার তেল কম আছে। এসময় কৃষ্ণনগর গ্রামের আলী আশরাফ এবং তেল ক্রেতা মেহেদী হাসান।
ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ভূপালী সরকারের নিকট অভিযোগ করেন। অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে তৎক্ষনাৎ সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাভিদ সারোয়ার উক্ত তেলপাম্পে অভিযান পরিচালনা করে ঘটনার সত্যতা দেখতে পেয়ে ৪০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের জেল এর শাস্তি ঘোষণা করেন। পাম্প কতৃপক্ষ নগদ ৪০ হাজার টাকা পরিশোধ করে এবং ভবিষ্যতে এমন কাজ আর করবেন না, মর্মে লিখিত মুচলেকা প্রদান করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাভিদ সারোয়ার বলেন, এই পাম্পে তেল কম দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় ১ম বারের মত তাদেরকে ৪০ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়েছে। সেই সাথে আগামীকাল রোববার বিএসটিআই পরিদর্শক দল এসে তেল মাপা মেশিন পরীক্ষা করে রিপোর্ট না দেওয়া পর্যন্ত তেল বিক্রি বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। পুনরায় এধরণের ঘটনা ঘটলে তাদের বিরুদ্ধে আরও কঠিন শাস্তি দেওয়া হবে সেক্ষেত্রে সরাসরি জেলও হতে পারে।
এদিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর শুনে অনেক মানুষ এসে এই পাম্পের বিরুদ্ধে তাদের অভিযোগ এবং ক্ষোভের কথা জানাতে থাকেন। ৪০ হাজার টাকা জরিমানা কম হয়েছে উল্লেখ করে স্থানীয় জনগণ ঐ তেল পাম্প স্থায়ীভাবে সিলগালা করার দাবী করেন। উল্লেখ্য গত ১০ ডিসেম্বর উক্ত পাম্পে তেল কম দেওয়ার অভিযোগ নিয়ে পত্রিকায় খবর প্রকাশিত হয়েছিল।