শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৭:১৬ অপরাহ্ন

টঙ্গীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

গাজীপুর প্রতিনিধি / ৮২ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে টঙ্গী পূর্ব থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি রাশেদুল ইসলাম কিরণের নেতৃত্বে বর্ণিল উৎসবে বিশাল আনন্দ র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে সকাল থেকেই বর্নিল সাজে সেজে নাচ-গান করে খন্ড খন্ড মিছিল এসে জড়ো হয় টঙ্গী বাজার হোন্ডা রোড এলাকার বিএনপির পার্টি অফিসের সামনে, মিছিলে মিছিলে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা। শুক্রবার টঙ্গী বাজার হোন্ডা রোড এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের অফিস সম্মুখে এ আলোচনা সভা ও আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

পরে, আনন্দ র‍্যালিটি টঙ্গী বাজার এলাকা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে পদপ্রদক্ষিণ করে চেরাগআলী হয়ে হোন্ডা রোড বিএনপির পার্টি অফিসের সামনে এসে শেষ হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পার্টি অফিস উদ্বোধন করেন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার।

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশনায় এদেশের মানুষ বিএনপি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর আস্থা রেখেছে, তাই তারেক রহমানকেই আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় মানুষ। আগামী ফেব্রুয়ারিতে একটি নিরপেক্ষ, অবাধ, শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে এদেশের মানুষ বিএনপিকে ক্ষমতায় আনবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর