শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
বেনাপোলে ঈদ বাজারে আতর টুপি জায়নামাজ কেনার ব্যস্ততা ভাঙ্গুড়ায় ইউনিয়ন বিএনপি নেতা আনোয়ারুল হকের মৃত্যু ভালুকায় গেইটে তালা,অবরুদ্ধ তিনটি পরিবার  ভাঙ্গুড়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ ঈদ বাজার বেনাপোলে চাহিদার শীর্ষে সুতি পাঞ্জাবি কাজিপুরে অগ্নিকাণ্ডে নিঃস্ব ৫ পরিবারে জরুরী সহায়তা যশোরের শার্শা উপজেলা বীরশ্রেষ্ট নূর মোহাম্মদের সমাধিতে গার্ড অব অনার ও পুস্পস্তবক অর্পন বরগুনায় ভলান্টিয়ার ফর বাংলাদেশ বরগুনা জেলার রং তুলিতে স্বাধীনতা দিবস উদযাপন ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সেচ্ছাসেবকদলের নেতা জহির উদ্দিন ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সেচ্ছাসেবকদলের নেতা আনোয়ার শিকদার

ডুয়েটে ‘জুলাই’২৪ স্মৃতি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

গাজীপুর জেলা সংবাদদাতাঃ / ৬৮ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এ জুলাই’২৪ স্মৃতি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০২ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের সবুজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ ক্রীড়া প্রতিযোগিতায় বেলুন ও পায়রা উড়িয়ে শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল
আবেদীন।

এ সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানের পৃষ্ঠপোষক উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক ড. উৎপল কুমার দাস।

ক্রীড়া প্রতিযোগিতায় মাঠাধ্যক্ষ ছিলেন পরিচালক (শারীরিক শিক্ষা কেন্দ্র) অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। এ সময় জাতীয় পতাকা,বিশ্ববিদ্যালয়ের পতাকা, অলিম্পিক ও হলসমূহের পতাকা উত্তোলনসহ অলিম্পিক মশাল প্রজ্জ্বলন করে মাঠ প্রদক্ষিণ করা হয়।

পরে ক্রীড়া প্রতিযোগিতার মাঠাধ্যক্ষ পরিচালক (শারীরিক শিক্ষা কেন্দ্র) অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম খেলাধুলার সকল নিয়ম-কানুনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে খেলোয়াড় সুলভ মনোভাব নিয়ে দেশ, জাতি ও বিশ্ববিদ্যালয়ের গৌরব বৃদ্ধির নিমিত্তে শপথ বাক্য পাঠ করান।

দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন প্রতিযোগিতামূলক ইভেন্টে বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষকবৃন্দসহ শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং ক্যাম্পাসের শিশুরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সকল ডীন, বিভাগীয় প্রধান, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব), পরিচালক, প্রভোস্ট, পরীক্ষা নিয়ন্ত্রক, অফিস প্রধানগণসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতার ৩৪ টি ইভেন্টের পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসারসহ অন্যান্য অতিথিবৃন্দ।

সুষ্ঠুভাবে অনুষ্ঠান সম্পন্ন করার জন্য পরিচালক (শারীরিক শিক্ষা কেন্দ্র) অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডুয়েটের মানবিক ও সামাজিক বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জনাব মো. মাজহারুল আলম ও আর্কিটেকচার বিভাগের প্রভাষক সুনিলা বিনতে আহসান ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর